Download WordPress Themes, Happy Birthday Wishes

টেস্ট স্কোয়াডে ডাক পেলেন মাহমুদুল হাসান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

পাকিস্তানের বিপক্ষে টানা হারের লজ্জা থেকে বেরিয়ে আসা হয় নি বাংলাদেশের । শেষ টি-টুয়েন্টি ম্যাচেও জুটেছে পরাজয়ের গ্লানি । তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের আনন্দে ভাসছে পাকিস্তান দল ।

টি-টুয়েন্টি’র পর দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ । দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য একই সাথে স্কোয়াড ঘোষণা করে নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড । সোমবার (২২ নভেম্বর) বিসিবি ঘোষণা করেছে প্রথম টেস্টের দল । যেখানে প্রথমবারের মত ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়  । তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন ।

এদিকে সোমবার পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ । এতে প্রথম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন তিনি ।

টেস্ট স্কোয়াডের নেয়া হয়েছে সিলেটের পেসার রেজাউর রহমানকে ।

প্রথম টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান, রেজাউর রহমান ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।

আহাস/ক্রী/০০২