Download WordPress Themes, Happy Birthday Wishes

টি-টুয়েন্টি ক্রিকেটে নতুন শুরুর অপেক্ষায় ভারত

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সংযুক্ত আরব আমিরাতে সদ্য শেষ হওয়া আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা স্বাদ নেয়া হয় নি নিউজিল্যান্ডের । অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স-আপ ট্রফি উঁচিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কেইন উইলিয়ামসনের দলকে । অন্যদিকে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে বিদায় নিয়ে সবাইকে হতাশ করেছে ভারত ।

বিশ্বকাপের পর ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে সিরিজ লড়াইয়ে । শুরুতেই রয়েছে তিনটি টি-টুয়েন্টি । যার প্রথমটি বুধবার (১৭ নভেম্বর) জয়পুরে অনুষ্ঠিত হবে । সিভাজি মানসিং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ।

বিশ্বকাপের আগেই ভারতের টি-টুয়েন্টি স্কোয়াডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি । সেই মোতাবেক রোহিত শর্মাকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ‘বিসিসিআই’ । বিরাট খেলছেন না টি-টুয়েন্টি সিরিজে ।

বিরাটের মত বিশ্রামে আছেন কেইন উইলিয়ামসন । তাই নিউজিল্যান্ড দলের নেতৃত্ব পরিবর্তিত হয়ে উঠেছে টিম সাউথির কাঁধে ।

বিশ্বকাপ ব্যর্থতার পর ভারতীয় দলে এসেছে বড় পরিবর্তন । ভারতীয় দলে আইপিএলে দাপিয়ে বেড়ানো একঝাঁক তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষল প্যাটেলর রয়েছেন সেই দলে। বিশ্রামে রাখা হয়েছে জাশপ্রিত বুমরাহ , রবীন্দ্র জাদেজা , হার্দিক পাণ্ডেয়া আর শার্দুল ঠাকুরকে ।

ভারতের বিপক্ষে সিরিজের আগে টিম সাউথি জানান , ‘ ভারতের বিপক্ষে খেলা সবসময় কঠিন। তাও আবার ভারতের মাটিতে। এখানকার আবহাওয়ার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। কিন্তু সেটা সহজ হবে না। উইলিয়ামসন না থাকা বড় ধাক্কা। ও দলের সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। উইলিয়ামসন না থাকায় অন্যদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। ওকে ছাড়া আমাদের পরিকল্পনা করতে হবে। সেই কাজ শুরু করেছি।’

জয়পুরের পিচ নিয়ে রাজস্থান ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘এখানে সন্ধ্যা ৭টা থেকে শিশির পড়ছে। যার মানে হলো দুই ইনিংসেই শিশির পড়বে এবং টসের প্রভাব কমে যাবে ম্যাচে। দুই দলকেই শিশির পড়া অবস্থায় খেলতে হবে।’

অর্থাৎ বিশ্বকাপের মতো জয়পুরে শিশির পড়লেও তা টস জিতে আগে ব্যাটিং নিলে বেশি সুবিধা পাওয়া যাবে না।

ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য শিশির নিয়ে না ভেবে বেশি ভাবছেন প্রতিপক্ষকে নিয়ে, ‘আমরা সব কিউই ক্রিকেটারের দিকে লক্ষ রাখছি। তাদের বৈচিত্র্যপূর্ণ ক্রিকেটার আছে যারা বিশ্বকাপে ভালো করেছে। কেন উইলিয়ামসন না খেললেও তাদের ম্যাচ উইনারের অভাব নেই।’

টি-টোয়েন্টিতে ভারত আর নিউজিল্যান্ড ১৮টি ম্যাচ খেলেছে। কিউইরা জিতেছে ৯টিতে। ভারত জিতেছে ৮টি।

ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক) , ইশান কিষাণ , লোকেশ রাহুল , সূর্যকুমার যাদব , শ্রেয়াস আইয়ার , ঋষভ পান্ট ,রবিচন্দ্রন অশ্বিন , আক্সার প্যাটেল , ভুবনেশ্বর কুমার , দীপক চাহার , ইউজবেন্দ্র চাহাল

নিউজিল্যান্ড একাদশঃ ড্যারিল মিচেল , মার্টিন গাপটিল , মার্ক চ্যাপম্যান , গ্লেন ফিলিপস , টিম সেইফার্ট , জেমস নিশাম , মিচেল স্যান্টনার , লকি ফার্গুসন , টিম সাউথি , ইশ সোধি , ট্রেন্ট বোল্ট

আহাস/ক্রী/০০৫