
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
সোমবার (২৯ নভেম্বর) ঘোষণা করা হয়েছে সম্মানজনক ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড । ২০২১ সালের ব্যালন জিতে নিয়েছেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি । ক্যারিয়ারে এই নিয়ে সপ্তমবার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন জিতলেন মেসি ।
এদিকে ব্যালন ডি’অর বিজয়ী ঘোষণার তিনদিন আগে একটি বিবৃতি দিয়ে বিতর্কিত হয়েছেন ব্যালন কর্তৃপক্ষ ফ্রান্স সাময়িকীর সম্পাদক পাস্কেল ফেইরে । সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ থেকেই তিনি জানান , রোনালদোর একমাত্র লক্ষ্য মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসর নেওয়া। আমি আপনাদের বিষয়টি বলছি, কারণ সে আমাকে এটা বলেছে।’
পাস্কেলের বিবৃতি প্রথম ছাপা হয় নিউ ইয়র্ক টাইমসে । পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে সেটা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী । তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রধান সম্পাদক পাস্কেলের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন রোনালদো । পর্তুগালের মহাতারকা সাফ জানিয়েছেন , তিনি এমন কিছু পাস্কেলকে বলেন নি ।
প্রতিবাদের ভাষায় রোনালদো জানান , ‘ ফুটবলের সম্মানজনক এই পুরস্কার যারা দেয় , তাদের কাছ থেকে এমন মিথ্যা ভাষণ কোনভাবেই মেনে নেয়া যায় না । ‘
রোনালদো জানান , ‘ আমি আমার নিজের জন্য খেলি । খেলি ক্লাবের জন্য , দেশের জন্য । আমি জিততে চাই , এটা ধ্রুব সত্য । কিন্তু সেটা ব্যক্তিগত কারো সাথে লড়াইয়ের মানসিকতার জন্য না । আমি সবসময় নিজের জন্য এবং নিজের ক্লাবের জন্য জিতি। আমাকে যারা ভালবাসে , তাদের জন্য জিততে চাই । আমি আমার দেশের জন্য জিততে চাই । ‘
রোনালদো জানান , ‘ আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো যারা পেশাদার ফুটবলার হতে চায় তাদের জন্য ভালো একটা উদাহরণ তৈরি করে যাওয়া। আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে যাওয়া।’
রোনালদো ২০২১ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না । এই নিয়েও পাস্কেল জানিয়েছেন , ‘কোয়ারেন্টিনে থাকার কারণে রোনালদো সেন নি অনুষ্ঠানে । ‘
পাস্কেলের এমন বক্তব্যকেও উড়িয়ে দিয়ে রোনালদো জানান , ‘ পাস্কেল ব্যালন গালাতে আমার অনুপস্থিতির পেছনে কোয়ারেন্টিনের কথা বলেছেন, যার কোনো অস্তিত্বই নেই।’
আহাস/ক্রী/০০৫