
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
কুখ্যাত ‘সেক্স টেপ’ মামলায় অবশেষে দোষী সাব্যস্ত হয়েছেন করিম বেঞ্জেমা । আদালতের রায়ে কারাদণ্ডের সাথে জরিমানাও যোগ হয়েছে ফরাসী ফুটবলারের সাজায় ।
২০১৫ সালে ‘সেক্স টেপ’ বানিয়ে জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন বেঞ্জেমা।তার বিরুদ্ধে আনা ওই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হলেও এখনই জেলে যেতে হচ্ছ্বে না বেঞ্জেমাকে । কারণ এটি স্থগিত কারাদণ্ড হিসেবে বিবেচনায় রাখা হয়েছে । সাথে ৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে বেঞ্জেমাকে ।
বুধবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বেঞ্জেমার শাস্তির খবরটি জানিয়েছে। রিয়ালের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকা বেনজেমা এদিন কোর্টে উপস্থিত না থাকলেও ভালবুয়েনা উপস্থিত ছিলেন।
২০১৫ সালের শেষ দিকে বেঞ্জেমার বিরুদ্ধে এই অভিযোগ উঠার পর ফ্রান্স দল থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়। দীর্ঘ পাঁচ বছরের বেশী সময় জাতীয় দলের বাইরে ছিলেন বেঞ্জেমা । চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবারও জাতীয় দলের দরজা খোলে তার জন্য ।
আহাস/ক্রী/০০৬