
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লীগে শিরোপার ফয়সালা হয় নি । আবাহনী ক্রীড়া চক্রের কাছে হেরে মেরিনার ইয়াংস এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করার সুযোগ হারিয়েছে । অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর আবাহনীর জন্যেও খুলেছে শিরোপার পথ ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে সুপার ফাইভের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মেরিনার ইয়াংস আর আবাহনী । লীগের একমাত্র অপরাজিত দল হিসেবে টানা ১৩ ম্যাচে জয় নিয়ে মেরিনার পৌঁছে গেছে শিরোপার একেবারে কাছে । আর একটি ড্র করলেই শিরোপা জয়ের উল্লাসে মাতবে পুরান ঢাকার দলটি । কিন্তু আবাহনীর বিপক্ষে কাঙ্ক্ষিত সেই পয়েন্ট মেলে নি মেরিনারের । বরং ম্যাচটি ৩-৪ গোলে হেরে পড়ে গেছে শিরোপা শংকায় ।
মেরিনারের হয়ে সোহানুর রহমান সোহান হ্যাট্রিক করেছেন । অন্যদিকে আবাহনীর পক্ষে গোল করেছেন কেলারম্যান আর মরিস আলফান্সো ।
ম্যাচের শেষ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে থাকা মেরিনার অপেক্ষায় ছিল শিরোপা উৎসবে মাতার । কিন্তু শেষ মিনিটে খোরশেদুর রহমান পর পর দুইবার লক্ষ্যভেদ করে আবাহনীকে নাটকীয় জয় এনে দেন ।
এই হারের পরেও ১৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে আছে মেরিনার্স । আবাহনী ৩৯ পয়েন্ট পেয়েছে ১৫ ম্যাচে । অন্যদিকে ১৪ ম্যাচে মোহামেডান পেয়েছে ৩৯ পয়েন্ট ।
শনিবার মোহামেডানের বিপক্ষে ড্র করলেই মেরিনার্স জিতে নেবে লীগ শিরোপা । কিন্তু হারলে আবাহনীসহ তিন দলের পয়েন্ট হবে সমান ৩৯ । সেই ক্ষেত্রে ‘বাইলজ’ অনুযায়ী প্লে-অফে নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন ।
আহাস/ক্রী/০১০