Download WordPress Themes, Happy Birthday Wishes

ছয় নতুন মুখ নিয়ে ঘোষিত হল বাংলাদেশের স্কোয়াড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ । করোনা মহামারীর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজ দেশের মাটিতে সিরিজ দিয়ে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের প্রত্যাবর্তন ।

সোমবার (৪ জানুয়ায়রি) আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ঘোষিত হয়েছে বাংলাদেশ দল । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ২৪ জনের এই প্রাথমিক স্কোয়াডে জায়গা হয় নি মাশরাফি বিন মুর্তজার । এছাড়া প্রত্যাশিতভাবে দলে আছেন এক বছর পর আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান । 

এছাড়া বাংলাদেশের স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।

প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিশ্চিতভাবেই চূড়ান্ত দল বাছাইয়ে বড় ভূমিকা পালন করবে। ১৬ জানুয়ারি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে।

৫ ও ৬ জানুয়ারি ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেবেন। পরদিন তাদের করোনা পরীক্ষা হবে। ৮ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন ক্রিকেটাররা। একদিন বিরতির পর ১০ জানুয়ারি থেকে টানা অনুশীলন। মাঝে খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ।

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ আসছে ওয়েস্ট ইন্ডিজ দল । ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড । যদিও সেখানে করোনা মহামারীর অজুহাতে নেই দলের ১০জন নিয়মিত ক্রিকেটার । আগামী ২০  জানুয়ারি অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে প্রথম ওয়ানডে লড়াই । 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড
তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াড
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

আহাস/ক্রী/০০৫