Download WordPress Themes, Happy Birthday Wishes

লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় সালাহ ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০১৭-১৮ মৌসুমে ইটালির এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ । সেই থেকে সালাহ আর লিভারপুলের বৃহস্পতি যেন তুঙ্গে । এই তিন বছরেই একের পর এক সাফল্য লুটোপুটি খাচ্ছে লিভারপুল আর সালাহর পায়ের কাছে । অথচ সেই সালাহ আর সুখী নন ইংলিশ চ্যাম্পিয়নদের সাথে । তিনি এখন চিন্তাভাবনা করছেন লিভারপুল ছেড়ে নতুন কোন ঠিকানায় ঘর বাঁধায় !

সম্প্রতি লিভারপুলের অধিনায়কত্ব না পেয়ে বেশ মনঃক্ষুণ্ণ সালাহ । তার মুল অভিমান কোচ ইউর্গেন ক্লপসের সাথে । লিভারপুলের নিয়মিত অধিনায়ক জর্ডান হ্যান্ডারসেন ইনজুরিতে । এমনকি ভার্জিল ভ্যান ডাইক আর জেমস মিলনারও চোটের কারণে সাইড-বেঞ্চে । এমন অবস্থায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিডজিল্যান্ডের বিপক্ষে লিভারপুলের অধিনায়কত্ব আশা করেছিলেন সালাহ । কিন্তু সালাহ নন , ক্লপস অল রেডদের অধিনায়ক হিসেবে বেছে নেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডকে । যা সালাহকে ব্যথিত করেছে ।

সেই ম্যাচের পর ‘এএস’ কে দেয়া এক সাক্ষাৎকারে লিভারপুল ছাড়ার ইঙ্গিত দেন সালাহ । এমনকি সালাহর মিশরীয় জাতীয় দলের সতীর্থ মোহামেদ আবোত্রিকা জানিয়েছেন , ‘আমি সালাহকে কল করেছিলাম লিভারপুলে তার পরিস্থিতি নিয়ে। সে হতাশ। কিন্তু মাঠে তার পারফরম্যান্সে সেটা প্রভাব ফেলছে না। আমি জানি সালাহ লিভারপুলে সুখে নেই। সালাহর রাগের একটি কারণ বলছি, সেটা হলো মিডজিল্যান্ডের বিপক্ষে তার অধিনায়কত্ব না পাওয়া।’

এদিকে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে লিভারপুল । কিন্তু প্রিমিয়ার লিগের সেই ম্যাচে সালাহকে শুরুতে মাঠে নামান নি ক্লপস । যদিও ঠাসা সূচির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তবে বেঞ্চ থেকে উঠে এসে জোড়া গোল করেন সালাহ, যে ম্যাচ ৭-০ গোলে জেতে লিভারপুল।

সালাহ নিজে এএস’কে সাক্ষাৎকারে জানিয়েছেন , ‘ ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে । আমি লিভারপুল ছাড়তে পারি । তবে এই মুহূর্তে আমি লিভারপুলের হয়েই খেলছি আর এই ক্লাবের হয়েই ফের প্রিমিয়ার লিগের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই । ‘

একই সাক্ষাৎকারে সালাহ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রশংসা করেছিলেন জোর গলায়। জানান , ‘ রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনা বিশ্বের সেরা দুইটি ক্লাব । ভবিষ্যতে কি হবে কে জানে ! ‘

এখন পর্যন্ত লিভারপুলের হয়ে সালাহ ১৭৩ ম্যাচে ১১০ গোল করেছেন । জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ । হয়েছেন প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতা ।

২০১৮ সালে ফিফা ব্যালন ডি অরে সালাহ তৃতীয় স্থান পান । অনেকেই মনে করেন , সালাহ রিয়েল মাদ্রিদ কিংবা বার্সেলোনার খেলোয়াড় হলে পুরস্কারটি জিততেন । সেবার রিয়েলের লুকা মদ্রিচ জিতেছেন একত্রীভূত ফিফা ব্যালন ডি অর’ খেতাব ।

এই নিয়ে মিশরীয় মোহামেদ আবোত্রিকা জানিয়েছেন , ‘ ‘সালাহ যদি রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার খেলোয়াড় হতো এবং লিভারপুলের মতো একই স্তরের খেলা খেলতো, সে ব্যালন ডি’অর জিততো। সালাহও হয়ত এমনটা ভাবছে । ‘

আহাস/ক্রী/০০৫