Download WordPress Themes, Happy Birthday Wishes

নক আউট পর্বে বার্সেলোনার মুখোমুখি পিএসজি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০২০-২১ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা আর পিএসজি । তার মানে সেরা ষোল পর্বেই দেখা হয়ে যাচ্ছে দুই সাবেক সতীর্থ লিওনেল মেসি আর নেইমারের ।

সোমবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরের নক আউট পর্বের ড্র । আসরের সর্বাধিক ১৩বারের চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদের প্রতিপক্ষ ইটালির চমক জাগানিয়া দল আটলান্টা । স্পেনের আরেক জায়ান্ট এথলেটিকো মাদ্রিদ নক আউট পর্বে খেলবে চেলসির বিপক্ষে । এছাড়া সেভিয়ার প্রতিপক্ষ জার্মানির বুরুশিয়া ডর্টমূণ্ড ।

বিগত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মোকাবেলা ইটালির ল্যাৎজিওর বিপক্ষে । জার্মানির আরেক দল বুরুশিয়া মনশেনগ্লাডবাখের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ।

ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তি পরীক্ষা দেবে জার্মানির আরবি লেইপজিগের বিপক্ষে ।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলতে হবে নিজ দেশের প্রতিপক্ষের বিপক্ষে । যেহেতু নক আউট পর্বে জুভেন্টাসের লড়াই পর্তুগালের এফসি পোর্টোর বিপক্ষে ।

আহাস/ক্রী/০০৮