Download WordPress Themes, Happy Birthday Wishes

কেইন উইলিয়ামসনের ক্যারিয়ারসেরা ইনিংস

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ব্যাটিং করেছেন কেইন উইলিয়ামসন । যার সুবাদে স্বাগতিকরা ক্যারিবিয়ানদের সামনে ছুঁড়ে দিয়েছে বড় ধরণের চ্যালেঞ্জ ।

শুক্রবার (৪ ডিসেম্বর) হ্যামিল্টনে প্রথম ইনিংসে সাত উইকেটে ৫১৯ রান তুলে ডিক্লেয়ার দিয়েছে নিউজিল্যান্ড । জবাবে দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ৪৯ রান ।

৯৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন উইলিয়ামসন । আর দ্বিতীয় দিনে আউট হয়েছেন ২৫১ রানে । বলতে গেলে একাই এদিন ক্যারিবিয়ান বোলারদের শাসন করেছেন কিউই অধিনায়ক । তার ৪১২ বলের ইনিংসে ছিল ৩৪টি চার আর ২টি ছক্কা ।

উইলিয়ামসন উইকেটে ছিলেন ১০ ঘণ্টা ২৪ মিনিট । তার আগের সেরা ছিল ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ২৪২ রান ।

শেষের দিকে ৫১ রানে অপরাজিত ছিলেন কাইল জেমিসন । ৬৪ বলের ইনিংসে পাঁচটি চার আর দুইটি ছক্কা মেরেছেন তিনি ।

আগের দিন ৮৬ রান আসে ওপেনার টম ল্যাথামের ব্যাট থেকে ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্যানন গ্যাবরিয়েল আর কেমার রোচ নিয়েছেন তিনটি করে উইকেট । আলজারি জোসেফ পেয়েছেন একটি ।

নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন ২৬ ওভার ব্যাট করে কোন উইকেট হারাতে হয় নি ওয়েস্ট ইন্ডিজকে , যা একটি স্বস্তির দিক । ক্রেইগ ব্রেথওয়েট ৮৯ বলে ২০ আর জন ক্যাম্পবেল ৬৮ বলে ২২ রানে অপরাজিত আছেন ।

আহাস/ক্রী/০০৪