Download WordPress Themes, Happy Birthday Wishes

অলিম্পিক আর বিশ্বকাপ ফুটবলে নিষিদ্ধ রাশিয়া

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

২০১৮ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে দারুন সফলতা দেখিয়েছিল রাশিয়া । তবে ২০২২ সালের বিশ্বকাপে দেখা যাবে না তাদের । এছাড়াও তারা পাচ্ছে না করোনা মহামারীর কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ । এমনকি ২০২২ সালে বেইজিং প্যারা অলিম্পিকেরও বাইরে থাকতে হবে ইউরোপের দেশটিকে । পরিকল্পিত ডোপিং কেলেংকারির কারণে তারা হারিয়েছে আন্তর্জাতিক আসরে অংশ নেয়ার অধিকার ।

২০১৯ সালে জানুয়ারির তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিপক্ষে। এ জন্য গত বছরের ৯ ডিসেম্বর সুইজারল্যান্ডের লুজানে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে দেশটিকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের কাছে আপিল করে রাশিয়া। তাতে আপিলের প্রেক্ষিতে নিষেধাজ্ঞার শাস্তি দুই বছর কমিয়েছে ‘সিএএস’।

প্রসঙ্গত, ২০১৫ সালের পর থেকে দেশ হিসেবে অ্যাথলেটিকসে নিষিদ্ধ রয়েছে রাশিয়া। ডোপিংয়ের দায়ে দেশের ওপর নিষেধাজ্ঞা আসার পর ২০১৮ অলিম্পিকে ১৬৮ জন রাশিয়ান অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন।

আহাস/ক্রী/০০৪