Download WordPress Themes, Happy Birthday Wishes

রোনালদোকে নিয়েই ঘোষিত হল পর্তুগীজ স্কোয়াড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি নভেম্বর মাসে তিনটি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে পর্তুগাল । আসন্ন তিনটি লড়াইয়ের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগীজ কোচ ফার্নান্দো স্যান্টস । আধুনিক ফুটবল সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বেই মাঠে নামতে চলেছে পর্তুগাল ।

গত ১৩ অক্টোবর জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়েছিলেন রোনালদো । ১২ অক্টোবর ফ্রান্সের বিপক্ষে শেষ মাঠে নেমেছিলেন তিনি । পরবর্তীতে মিস করেন সুইডেনের বিপক্ষে । দুইটি ম্যাচই ছিল উইয়েফা নেশন্স লীগের । করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার আগে জুভেন্টাসের হয়েও চারটি ম্যাচ খেলা হয় নি পর্তুগীজ মহারাজের ।

দীর্ঘ ১৯ দিন পর করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে রোনালদো গেলো সপ্তাহে সিরি ‘এ’ ফুটবলে মাঠে নামেন স্পেৎজিয়ার বিপক্ষে । সেই ম্যাচে জোড়া গোল পান ৩৫ বছরের রোনালদো । গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলেছেন হাঙ্গেরির ফেরেংকভারোসির বিপক্ষে ।

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্তুগাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফ্রিকান দেশ এন্ডরার বিপক্ষে । এরপরেই ১৫ আর ১৮ নভেম্বর নেশন্স লীগে তাদের দুইটি ম্যাচ ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে । প্রথম দুইটি ম্যাচ নিজ দেশের মাটিতে হলেও শেষ ম্যাচটি খেলতে ক্রোয়েশিয়া যেতে হবে পর্তুগালকে ।

আসন্ন লড়াইয়ের স্কোয়াডে নেই অভিজ্ঞ পেপে । এই ডিফেন্ডার বাদ পড়েছেন ইনজুরির কারণে ।

চলমান নেশন্স লীগের লীগ-১ এর গ্রুপ-সি’তে চার ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া পর্তুগাল আছে শীর্ষে । সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া ফ্রান্স গোলব্যবধানে আছে দ্বিতীয় স্থানে । চার ম্যাচ থেকে ক্রোয়েশিয়া পেয়েছে তিন পয়েন্ট । এখনও কোন পয়েন্ট পায় নি সুইডেন ।

গোলরক্ষকঃ এন্থনি লোপেজ , রুই প্যাট্রিসিও , রুই সিলভা

ডিফেন্ডারঃ হোয়াও ক্যান্সেলো , নেলসন সেমেদো , হোসে ফন্তে , রুবেল ডায়াস , রুবেন সেমেদো , মারিও রুই , রাফায়েল গুরেইরো , ডমিঙ্গোস দুয়ার্তে

মধ্যমাঠঃ দানিলো পেরেইরা , রুবেন নেভেস , উইলিয়াম কারভালহো , ব্রুনো ফার্নান্দেজ , রেনাতা সাঞ্চেজ , হোয়াও মুতিনিও , সার্জিও ওলিভিয়েরা

আক্রমণভাগঃ বার্নার্ডো সিলভা , দিয়াগো জোতা , ক্রিস্টিয়ানো রোনালদো , ফ্রান্সিস্কো ট্রিন্সাও , হোয়াও ফেলিক্স , পেদ্রো নেতো , পাউলিনিও

আহাস/ক্রী/০০৪