Download WordPress Themes, Happy Birthday Wishes

ভেনেজুয়েলার বিপক্ষে দুর্ভাগা ব্রাজিল !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে শনিবার (১৪ নভেম্বর) মাঠে নামছে ব্রাজিল । ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা । বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ।

২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই মিশন ব্রাজিল শুরু করেছে দুর্দান্তভাবে । বাছাইয়ের প্রথম ম্যাচেই সেলেকাওরা বলিভিয়াকে হারিয়েছে ৫-০ গোলে । আর দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে জিতেছে ৪-২ গোলে । দুই ম্যাচেই নয় গোল পেয়েছে টিটের শিষ্যরা । অন্যদিকে প্রথম দুই ম্যাচেই কলম্বিয়া আর প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে ভেনেজুয়েলা ।

পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক করেছেন নেইমার জুনিয়র । যদিও ভেনেজুয়েলার বিপক্ষে পিএসজি তারকার খেলা নিয়ে আছে সংশয় । এছাড়া ক্যাসিমিরো , ফ্যাবিয়ানো আর ফিলিপ্পে কুতিনিও নেই ইনজুরির কারণে । সব মিলিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারছেন না ব্রাজিল , এটা নিশ্চিত ।

তবে সুখবর হচ্ছে , ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন দলের সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস । দলে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের জায়গায় দ্বিতীয় দফায় ডাকা হয়েছে ব্রুনো গুইমারেস , অ্যালান , লুকাস পাকুয়েতা , ফিলিপে আর দিয়াগো কার্লোসকে ।

এদিকে ভেনেজুয়েলা দলের সেরা খেলোয়াড় ইয়াঙ্গেল হেরেরা খেলতে পারছেন না ব্রাজিলের বিপক্ষে । স্প্যানিশ ক্লাব গ্রানাডার এই মিডফিল্ডার আছেন সাসপেনশনে ।

ভেনেহুয়েলার বিপক্ষে সর্বশেষ ২৬ দেখার ২১টিতেই জিতেছে ব্রাজিল । যদিও গত বছর কোপা আমেরিকা আসরে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষেই ।

গোলরক্ষকঃ অ্যালিসন বেকার , দানিলো , মার্কুইনহোস , থিয়াগো সিলভা , রেনান লোদি , ব্রুনো গুইমারেস , অ্যালান , লুকাস পাকুয়েতা , এভারটন , গ্যাব্রিয়েল হেসুস , নেইমার জুনিয়র

আহাস/ক্রী/০০২