Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বরেকর্ডের আরও কাছে রোনালদো

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে  অ্যান্ডোরাকে উড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল । ম্যাচের স্কোরশিটে নাম লিখিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা আন্তর্জাতিক গোলদাতা হওয়ার পথে এগিয়ে গেছেন আরও একধাপ ।

বুধবার (১১ নভেম্বর) লিসবনের স্তাদে ডি লুইস স্টেডিয়ামে অ্যান্ডোরার মুখোমুখি হয় পর্তুগাল । ম্যাচটি স্বাগতিকরা জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে ।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল পর্তুগাল । আট মিনিটে প্রথম গোলটি করেন পেদ্রো নেতো আর ২৯ মিনিটে পাউলিনিও ।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রেনাতা সাঞ্চেজের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল । রোনালদোর পাস থেকেই গোলটি করেন তিনি ।

৬১ মিনিটে দলের হয়ে চতুর্থ ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন পাউলিনিও ।

৭৬ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান ০-৫ করেন অ্যান্ডোরার এমিল গার্সিয়া ।

৮৫ মিনিটে গোলের খাতায় নাম লেখান রোনালদো । জাতীয় দলের হয়ে এটি তার ১০২তম গোল ।

আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড গড়তে রোনালদোর বাকী আর মাত্র আট গোল । ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাই এই তালিকায় শীর্ষে আছেন ১০৯ গোল নিয়ে ।

ম্যাচের প্রথমার্ধে মাঠে ছিলেন না রোনালদো । ল্যাৎজিও’র বিপক্ষে জুভেন্টাসের হয়ে সিরি ‘এ’ ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন । তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই একটি এসিস্ট আর একটি গোলের সাথে ম্যাচ শেষ করেন আধুনিক ফুটবলের সম্রাট ।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে শেষ গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় ফেলিক্স। পুরো ম্যাচে গোলের উদ্দেশে একটি শটও নিতে পারেনি অ্যান্ডোরা!

আহাস/ক্রী/০০১