Download WordPress Themes, Happy Birthday Wishes

পরিকল্পিতভাবেই হারছে বিরাট কোহলিরা !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ভারতের জনপ্রিয় ফ্রেঞ্চাইজি আসর আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) কখনও শিরোপা জেতে নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু । যদিও চলতি আসর শুরুর আগে থেকেই বিরাট কোহলিরা জোর গলায় বলছেন শিরোপা জয়ের কথা । সেই লক্ষ্যে আসরের শুরু থেকে দাপটের সাথে খেলে প্লে-অফের অনেকটাই কাছাকাছি কোহলির ব্যাঙ্গালুরু । কিন্তু প্লে-অফ নাগালে আসার পর থেকেই শুরু হয়েছে বিরাটদের ভেল্কিবাজি । যেন আইপিএলের উত্তেজনা শেষ পর্যন্ত ধরে রাখতে একের পর এক ম্যাচ হারছে ব্যাঙ্গালুরু ।

শনিবার (৩১ অক্টোবর) সানরাইজার্স হায়েদ্রাবাদের কাছে পাঁচ উইকেটে হেরেছে ব্যাঙ্গালুরু । এটি ছিল বিরাটদের হারের হ্যাট্রিক । ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালুরু এখনও আছে লীগ টেবিলের দুইয়ে । তাদের শেষ ম্যাচ দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে । দিল্লীও সমান ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট । আইপিএলের সাজানো নাটকে শেষ পর্যন্ত দুই দলকেই প্লে-অফে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই । তবে চলতি আসরের চিত্রনাট্য বলছে , ব্যাঙ্গালুরুর প্লে-অফে খেলা নিয়ে যেন কোন ভাবনাই নেই !

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হায়েদ্রাবাদের বিপক্ষে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু ২০ ওভারে সাত উইকেটে তোলে মাত্র ১২০ রান । জবাবে ৩৫ বলের সাথে পাঁচ উইকেট অক্ষত রেখে জয় পায় হায়েদ্রাবাদ ।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ে এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে হায়েদ্রাবাদ । তারা পেয়েছে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট । এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স শুধু নিশ্চিত করেছে প্লে-অফ । হায়েদ্রাবাদের জয়ে সর্বনাশ হয়েছে কোলকাতা নাইট রাইডার্সের । তারা পেয়েছে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট । সমান পয়েন্ট আছে কিংস ইলেভেন পাঞ্জাব আর রাজস্থান রয়্যালসের । তবে রান রেটে কোলকাতা নেমে গেছে সাতে । শেষ ম্যাচে রাজস্থানকে বড় ব্যবধানে হারালেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে কোলকাতার ।

আরসিবি-র বিরুদ্ধে এদিন শুরু থেকেই ভাগ্য সুপ্রসন্ন ছিল সানরাইজার্সের৷ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়েদ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার । ব্যাঙ্গালুরুর বিপক্ষে দারুণ বোলিং করেন সানরাইজার্সের তিন পেসার টি নটরাজন, সন্দীপ শর্মা ও জেসন হোল্ডার৷ চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দেন নটরাজন৷

চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট নেন সন্দীপ৷ আর ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি শিকার হোল্ডারের৷ স্পিনার রশিদ খান এদিনও বল হাতে কৃপণ থাকেন৷ চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন সানরাইজার্সের এই আফগান স্পিনার ।

আরসিবি-র হয়েে সর্বোচ্চ ৩২ রান করেন জে ফিলিপ৷

১২০ বল ১২১ রান তাড়া করতে নেমে বিশেষ বেগ পেতে হয়নি হায়দরাবাদকে৷ শুরুতেই ক্যাপ্টেন ওয়ার্নারের উইকেট হারালেও ঋদ্ধিমান সাহা, মনীশ পান্ডে ও জেসন হোল্ডারের ব্যাটে সহজ জয় তুলে নেয় হায়দরাবাদ৷ ৩২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ঋদ্ধি৷

মনীশ ১৯ বলে ২৬ এবং শেষ দিকে ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় ব্যবধানে জেতাতে বড় ভূমিকা নেন হোল্ডার৷

বল হাতে দারুণ সফল সন্দীপ শর্মা ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন ।

আহাস/ক্রী/০০২