Download WordPress Themes, Happy Birthday Wishes

দিল্লী না মুম্বাই , ফাইনালে যাচ্ছে কে ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লী ক্যাপিটালস । দুই দলের ফাইনালে ওঠার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় । ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই । এখন পর্যন্ত দলটি পেয়েছে সর্বোচ্চ চার শিরোপা । গত আসরেও ফাইনালে চকান্নাই সুপার কিংসকে হারিয়ে শিরোপা জিতেছিল মুম্বাই । অন্যদিকে আইপিএলে আগে কখনই ফাইনালে খেলে নি দিল্লী । গত আসরসহ তিনবার হয়েছে তৃতীয় ।

চলমান আসরের লীগ পর্বে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল মুম্বাই । সমান ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া দিল্লী ছিল দ্বিতীয় স্থানে । দুই দলের মধ্যে যে কোয়ালিফাইয়ারে জিতবে , সে দলই চলে যাবে ফাইনালে । হেরে যাওয়া দল সানরাইজার্স হায়েদ্রাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার প্লে-অফ বিজয়ীর সাথে খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ।

চলতি আসরের দুই দেখাতেই দিল্লীকে হারিয়েছে মুম্বাই । দ্বিতীয়বার এই দুবাই স্টেডিয়ামেই নয় উইকেটের বিশাল জয় পেয়েছে মুম্বাই । সে ধারা বজায় রাখতে পারলে টানা দ্বিতীয় আইপিএল ফাইনালে খেলার সুযোগ এসে যাবে মুম্বাইয়ের সামনে ।

এবারের আসরে দারুণ বোলিং করছেন দিল্লীর কাগিসো রাবাদা । ২৫ উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে । ২৩ উইকেট নিয়ে পিছিয়ে নেই মুম্বাইয়ের জাশপ্রিত বুমরাহ । এছাড়া ট্রেন্ট বোল্ট পেয়েছেন ২০টি উইকেট । ১৯টি উইকেট পেয়েছেন দিল্লীর এন রিচ নর্টজে । দুই দলের চারবোলার আছেন সেরা উইকেট শিকারির শীর্ষদল তালিকায় ।

অন্যদিকে দিল্লী ওপেনার শিখর ধাওয়ান ৫২৫ রান নিয়ে আছে শীর্ষ দশের তালিকায় তিনে । চারশোর বেশী রান করেছেন দিল্লীর শ্রেয়াস আইয়ার । মুম্বাইয়ের দুই তারকা কুইন্টন ডি কক আর ইশান কিষাণের রান যথাক্রমে ৪৪৩ আর ৪২৮ । দুইজনেই আছেন ব্যাটসম্যান তালিকার সেরা দশে ।

দিল্লীর বিপক্ষে মুম্বাইকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মার । চার ম্যাচ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর প্রথম পর্বের শেষ ম্যাচে হায়েদ্রাবাদের বিপক্ষে ফিরেছেন তিনি । অন্যদিকে এই ম্যাচে আরও খেলবেন জাশপ্রিত বুমরাহ , ট্রেন্ট বোল্ট । হার্দিক পাণ্ডেয়া ।

মুম্বাই একাদশঃ কুইন্টন ডি কক , রোহিত শর্মা , সূর্যকুমার যাদব , ইশান কিষাণ , হার্দিক পাণ্ডেয়া , কেইরন পোলার্ড , ক্রুনাল পাণ্ডেয়া , নাথান কাল্টার নাইল/জেমস প্যাটিসন , রাহুল চাহার , ট্রেন্ট বোল্ট , জাশপ্রিত বুমরাহ

দিল্লী একাদশঃ পৃথ্বী শ , শিখর ধাওয়ান , আজিংকা রাহানে , শ্রেয়াস আইয়ার , ঋষচ পান্ত , মার্কাস স্টয়নিস , আক্সার প্যাটেল । আর অশ্বিন , ড্যানিয়েল স্যামস । কাগিসো রাবাদা , এনরিচ নর্টজে

আহাস/ক্রী/০০৪