Download WordPress Themes, Happy Birthday Wishes

এটিপি ফাইনালে গ্রীক রুপকথা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এটিপি ফাইনালস খেলতে এসে শিরোপা জিতলেন  গ্রীসের  স্টেফানো সিতসিফাস। এবারই প্রথমবারের মতো এটিপির এ শিরোপা জয় করেন তিনি। এছাড়াও কনিষ্ঠতম খেলোয়াড় হলেন সিতসিফাস।

সবশেষ ২০০১ সালে ২০ বছর বয়সে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিলেন অস্ট্রেলিয়ার লেইটন হিউয়েট। এটিপি ট্যুর ফাইনালসের শিরোপার লড়াইয়ে সিতসিপাসের মুখোমুখি হন ডমিনিক থিম। তিন সেটে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে শেষ হাসি হাসেন সিতসিপাস।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিতেন সিতসিপাস। তৃতীয় ম্যাচে স্প্যানিশ টেনিস তারকা নাদালের কাছে হারলেও সেমিফাইনালে জায়গা করে নেন র‌্যাঙ্কিংয়ে পাঁচে থাকা সিতসিপাস। সেমিফাইনালে মুখোমুখি হন সুইডিশ টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের। শেষ চারে ফেদেরারকে হারিয়ে চমক দেখান সিতসিপাস।

সেই ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে হারিয়ে দিলেন অস্ট্রিয়ার থিমকে।

লন্ডনের ওটু অ্যারিনায় রোববার ফাইনালে প্রথম সেটে ৬-৭ (৬-৮) গেমে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ২১ বছর বয়সী সিতসিপাস। ম্যাচটিতে ফলাফল পেতে সময় লেগেছে ২ ঘণ্টা ৩৫ মিনিট।

প্রতিযোগিতাটির ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হলেন  গ্রীক  তারকা ।

আহাস/ক্রী/০০৬