Download WordPress Themes, Happy Birthday Wishes

উরুগুয়ে মানেই ব্রাজিলের জয় !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

টানা তিনটি জয় নিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ফের মাঠে নামছে ব্রাজিল । পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ উরুগুয়ে , যারা দুইবার জিতেছে স্বপ্নের বিশ্বকাপ । দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটি উরুগুয়ের সেন্টানিরিও স্টেডিয়ামে বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ।

ল্যাটিন আমেরিকা অঞ্চলের চলতি বাছাইয়ে ব্রাজিল পুরো ৯ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের শীর্ষে । একমাত্র দল হিসেবে সেলেকাওরাই পেয়েছে টানা তিনটি জয় । অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে । ব্রাজিল তিন ম্যাচে হারিয়েছে বলিভিয়া , পেরু আর ভেনেজুয়েলাকে । অন্যদিকে প্রথম ম্যাচে ভিলিকে হারিয়ে শুরু করা উরুগুয়ে দ্বিতীয় ম্যাচে হেরে যায় ইকুয়েডরের বিপক্ষে । তবে সর্বশেষ ম্যাচে কলম্বিয়াকে দাপটের সাথে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফের ফিরেছে লা সেলেস্তেরা ।

ম্যাচটি উরুগুয়ের মাঠে অনুষ্ঠিত হবে , এটাই যা চিন্তার । নইলে সাম্প্রতিক অতীত বলছে , ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ে দাঁড়াতে পারছে না । ২০০১ সালে সবশেষ ব্রাজিলকে হারিয়েছিল উরুগুয়ে। এরপর থেকে ব্রাজিলের বিপক্ষে একবারও জিততে পারেনি তারা। মুখোমুখি ৯ ম্যাচের ৭টিই হেরেছে উরুগুয়ে।

যদিও এই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হতাশা থেকে বেরিয়ে আসার একটা দারুণ সুযোগ রয়েছে উরুগুয়ের সামনে । কারণ চোটজর্জরিত ব্রাজিল দল এখন অনেকটাই ছন্নছাড়া । উরুগুয়ের বিপক্ষেও খেলা হচ্ছে না নেইমার জুনিয়রের । স্কোয়াডে নেই ফিলিপ্পে কুটিনিও , ফ্যাবিনিওরা । যে সুযোগ নিয়ে ব্রাজিলের মাঠে অঘটন প্রায় ঘটিয়ে ফেলেছিল ভেলেজুয়েলা । যদিও শেষ পর্যন্ত রবার্টো ফিরমিনিওর গোলে ১-০ ব্যবধানে জিতে কোনমতে মান বাঁচিয়েছে টিটের দল ।

ভেনেজুয়েলার পর এই ম্যাচেও প্রিমিয়ার লিগ ফরোয়ার্ডদের ওপরই ভরসা রাখার কথা তিতের। ফিরমিনোর সঙ্গে গ্যাব্রিয়েল হেসুস ও রিচার্লিসনই হয়ত থাকবেন ব্রাজিলের একাদশে। মিডফিল্ডে অ্যালান ও এভারটন রিবেইরোর জায়গা ধরে রাখার কথা। তবে ডগলাস লুইজের থাকা নিয়ে সংশয় আছে।

অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাসী অস্কার তাবারেজের উরুগুয়ে । কিন্তু সমস্যা আছে কলম্বিয়া শিবিরেও । দলের সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ ছিটকে গেছে কোভিড-১৯ পজিটিভ হয়ে ।

ব্রাজিল একাদশঃ এডারসন , মার্কুইনহোস , থিয়াগো সিলভা , রেনান লোদি , অ্যালান , ডগলাস লুইস , এভারটন রিবেইরো , গ্যাবরিয়েল হেসুস , রিচার্লিশন , রবার্টো ফিরমিনিও

উরুগুয়ে একাদশঃ মার্টিন ক্যাম্পানা , মার্টিন সেসেরেস , দিয়াগো গডিন , হোসে গেমিনেজ , ম্যাতিয়াস ভিনা , লুকাস তোরেইরা , নাহিতান নান্দেজ , নিকোলাস ডি লা ক্রুজ , রড্রিগো বেন্টাচুর , এডিসন কাভানি , ডারউইন নুনেজ

আহাস/ক্রী/০০২