Download WordPress Themes, Happy Birthday Wishes

পিএসজিতে রোনালদো জুভেন্টাসে নেইমার !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ধরে রাখতে পারছে না জুভেন্টাস । আর্থিক সমস্যার কারণেই যে কোন মুহূর্তে রোনালদোকে বিক্রি করে দিতে পারে ইটালিয়ান চ্যাম্পিয়নরা , এমন খবরে ক’দিন ধরেই উত্তাল বিশ্ব-মিডিয়া ।

রোনালদোকে এমনি এমনি নয় , নেইমারের বিনিময়ে ছাড়ছে জুভেন্টাস – এমন খবর দিয়েছে ইটালিয়ান পোর্টাল টুট্টোমার্কাটোওয়েব’ । তারা জানিয়েছে , রোনালদোর সাথে পিএসজির নেইমারকে অদল-বদলে আগ্রহী জুভেন্টাস । অর্থাৎ রোনালদোকে পিএসজির জন্য ছেড়ে দিয়ে নেইমারকে দলে ভেড়াবার পরিকল্পনা করছে জুভেন্টাস ।

২০১৮ সালে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচে রিয়েল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসেন রোনালদো । এখন পর্যন্ত তুরিনের ক্লাবের হয়ে দুইটি সিরি ‘এ’ আর একটি সুপার কোপা জিতেছেন আধুনিক ফুটবলের সম্রাট । করেছেন জুভেন্টাসের জার্সিতে সব মিলিয়ে ৯৪ ম্যাচে ৭১ গোল । গত সিরি ‘এ’ মৌসুমে ৩১ গোল করে তিনি ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ।

তবে রোনালদোকে নিয়ে দুই মৌসুমেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিততে না পারারা একটা হতাশা আছে জুভেন্টাসে । তাছাড়া করোনা-মহামারীর কারণে সৃষ্ট আর্থিক মন্দায় রোনালদোর বেতন পরিশোধেও সমস্যা হচ্ছে । জুভেন্টাসকে রোনালদোর জন্য মৌসুমে বেতন দিতে হচ্ছে ৩১ মিলিয়ন ইউরো । ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী সিরি ‘এ’র অন্য খেলোয়াড়দের চেয়ে তিন গুণেরও বেশি। জুভেন্টাসের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী পাউলো দিবালার চেয়ে পাঁচ গুণ বেশি বেতন পান রোনালদো।

এমন অবস্থায় খরচ বাঁচাতে রোনালদোকে বিক্রি করতে চায় জুভেন্টাস , এমন বেরিয়েছে । যদিও শোনা যাচ্ছে , আগামীতে নেইমারকে পেতেই পিএসজির কাছে রোনালদোকে তুলে দিতে চায় তুরিনের বুড়িরা ।

উল্লেখ্য , ২০২২ সালে জুভেন্টাস আর পিএসজির সাথে চুক্তি হবে রোনালদো আর নেইমারের । দুইজনের কেউই এখনও ক্লাবের সাথে নতুন চুক্তি করে নি । যদিও নেইমারকে আনলে রোনালদোর কম বেতন দিতে হবে , এমন ভাবার কোন কারণ নেই । বরং ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া নেইমার ট্র্যান্সফার ফি’র বিবেচনায় সবচেয়ে দামী ফুটবলার । পিএসজিতে নেইমার বেতনও পান রোনালদোর চেয়ে বেশী । কিন্তু তবু শুধু বয়সের বিবেচনায় নেইমারকে রোনালদোর সাথে বিনিময় করতে রাজী জুভেন্টাস । এখন পিএসজি এই পরিকল্পনায় রাজী কিনা দেখা যাক ।

অবশ্য রোনালদো আর নেইমারের বিনিময় সংক্রান্ত কোন প্রস্তাব পিএসজি আর জুভেন্টাসের মধ্যে চালাচালি হয়েছে – এমন কথাও দুই পক্ষের মধ্যে কেউ স্বীকার করে নি ।

আহাস/ক্রী/০০৬