Download WordPress Themes, Happy Birthday Wishes

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

নিউজিল্যান্ড সফরের জন্য বিশাল এক স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । যদিও সেই বিশাল বহরেও জায়গা হয় নি আসাদ শফিকের ।

বুধবার (১১ নভেম্বর) আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন পিসিবি । নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি আর দুইটি টেস্ট খেলবে পাকিস্তান ।

মাত্র ২৪ ঘণ্টা আগেই পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে বাবর আজমের নাম । বাদ দেয়া হয়েছে আজহার আলীকে । আগামী পাকিস্তানকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন বাবর আজম ।

পাকিস্তানের স্কোয়াডঃ

ওপেনার: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ ও জিশান মালিক।

মিডল অর্ডার ব্যাটসম্যান: বাবর আজম (অধিনায়ত), আজহার আলি, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলি, হারিস সোহেল, হুসাইন তালাত, ইমরান বাট, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ ও মোহাম্মদ হাফিজ।

উইকেটরক্ষক: মোহাম্মদ রিজওয়ান, রোহেল নাজির ও সরফরাজ আহমেদ।

স্পিনার: ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ ও জাফর গহর।

ফাস্ট বোলার: আমাদ বাট, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান ও ওয়াহাব রিয়াজ।

আহাস/ক্রী/০১০