Download WordPress Themes, Happy Birthday Wishes

দেউলিয়া হয়ে যাচ্ছে বার্সেলোনা !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ফুটবল বিশ্বের অন্যতম ধনী ক্লাব বার্সেলোনা । আয়ের দিক থেকে বিশ্বের সেরা পাঁচ ফুটবল দলের মধ্যে সব সময়েই যাদের অবস্থান । অথচ করোনা মহামারীর কারণে সৃষ্ট ভয়াবহ অর্থনৈতিক মন্দায় সেই বার্সেলোনাই কিনা দেউলিয়া হওয়ার পথে !

করোনা মহামারীর কারণে সাড়া বিশ্বের মতো মার্চের মাঝামাঝি থেকে বন্ধ ছিল ইউরোপের ক্লাব ফুটবল । কয়েকমাস পর ইউরোপিয়ান ক্লাব ফুটবল মাঠে ফিরেছে , কিন্তু এখনও স্পেনে খেলা হচ্ছে দর্শকবিহীন স্টেডিয়ামে । এই সময়ে ক্লাবগুলোর নিজস্ব আয় নেমে দাঁড়িয়েছে শুন্যের কোঠায় । যা সামাল দিতে বার্সেলোনার মতো ক্লাবকেও হিমশিম খেতে হচ্ছে ।

অর্থনৈতিক দুরবস্থা থেকে পরিত্রাণে বিশ্বের অনেক বড় ক্লাব নিজেদের খেলোয়াড়দের বেতন কমিয়েছে । বার্সেলোনার সদ্য বিদায়ী সভাপতি জোসেফ মারিয়া বার্তামিউও সেই পথে হাঁটতে চেয়েছেন । তার প্রস্তাব ছিল , খেলোয়াড়দের বেতন সত্তর শতাংশ কমিয়ে আনা । যদিও ক্লাব সভাপতির সেই প্রস্তাবে রাজী হন নি লিওনেল মেসিসিহ অন্যরা ।

এদিকে স্প্যানিশ রেডিও স্টেশন আরএসি ১-এর খবর অনুযায়ী, যদি আগামী সপ্তাহের মধ্যে ক্লাবে খেলোয়াড়দের মোট বেতন থেকে ১৯০ মিলিয়ন ইউরো কমাতে না পারে বার্সেলোনা, তাহলে কাটালান ক্লাবটিকে দেউলিয়া ঘোষণা করা হতে পারে।

সংকট নিরসনে বার্সেলোনা বোর্ড আলোচনা শুরু করেছেন খেলোয়াড়দের সাথে । আলোচনা হচ্ছে দুইপক্ষের আইনজীবীদের সাথে । তবে সত্তর শতাংশ নয় , আপাতত খেলোয়াড়দের ত্রিশ শতাংশ বেতন কমাতে রাজী করতে চায় বার্সা বোর্ড । নইলে আগামী জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবগুলোর মাঝে অন্যতম বার্সেলোনাকে দেউলিয়া ঘোষণা করা হতে পারে। আর লিওনেল মেসি যদি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করেন, তাহলে আগামী গ্রীষ্মে তাকে বিদায় দেওয়ার সময় বড় অংকের বোনাসও তার হাতে তুলে দিতে হবে। আর অর্থনৈতিক দৈন্যদশার মাঝে এই বোনাস বার্সেলোনার জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উপস্থিত হতে পারে।

সাবেক সভাপতি ইয়োসেপ মারিয়া বার্তোমেউর পদত্যাগের পর এখন ক্লাবের অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্বে আছেন চার্লস টুস্কেটস। গত সপ্তাহে তিনি জানান , ‘ ক্লাবের পর্যটন আর অন্যান্য আয় সব বন্ধ । করোনা মহামারী আমাদের ক্লাবের অর্থনৈতিক অবস্থান নাড়িয়ে দিয়েছে । এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছি আমরা । ‘

চলতি মাসে পেশ করা বার্সার বাৎসরিক আয়-ব্যয়ের হিসাবে দেখা যায়, এক বছরের ক্লাবটির ক্ষতি ৮৮ মিলিয়ন পাউন্ড। এছাড়াও এক বছরে কাটালানরা রাজস্ব হারিয়েছে ১২২.৫ মিলিয়ন পাউন্ড। সবমিলিয়ে তাদের ব্যাংকঋণ ৪৪৩ মিলিয়ন পাউন্ড। এ অবস্থায় ফুটবলারদের বিশাল অংকের বেতন কাটা ছাড়া কোন উপায় নেই বার্সার সামনে।

চলতি মাসে জেরার্ড পিকে, ফ্রেঙ্কি ডি ইয়ং, ক্লেমেন্ট ল্যাংলেট ও মার্ক টের স্টেগানের সঙ্গে চুক্তি বাড়িয়েছে বার্সা। চুক্তির আগে বেতন কর্তনের প্রস্তাবে রাজি না হলেও, শেষমেশ ৫০ শতাংশ বেতন কাটার প্রস্তাবে রাজি হয়ে যান পিকে। অন্যদিকে ডি ইয়ং, স্টেগানদের ৩০ শতাংশ বেতন কাটা হবে।

আহাস/ক্রী/০০৫