Download WordPress Themes, Happy Birthday Wishes

সাদা পোশাকের নেতৃত্বে ব্যর্থ মুমিনুল!

ক্রীড়ালোক প্রতিবেদক:

আইসিসি’র নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে দূরে আছেন বাংলাদেশের অন্যতম খেলোয়াড় ও সাবেক টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আর তার অনুপস্থিতে সাদা পোশাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাত মুমিনুল হক। তবে তার অধিনায়কত্বের জায়গাটায় কিছু ঘাটতি আছে বলে মানছেন কোচ রাসেল ডমিঙ্গো। তবে সাদা পোশাকে মুমিনুল ব্যর্থ এমনটা না ভেবে বরং কোচ ভাবছেন তার ভবিষৎ সাফল্য নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারের মুমিনুলের টেস্ট দ্বৈরত্ব কতটুকু জানতে চাওয়া হলে টাইগারদের বর্তমান কোচ বলেন,টেস্ট ব্যাটসম্যানদের ক্যারিয়ারে ওঠা-নামা হয়ই। প্রায়ই হয়। ৪০ টেস্ট খেলেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি তার। নিশ্চয়ই তার সামর্থ্য আছে! কাজ যা করার প্রয়োজন, সে করছে। তার ব্যাটিং আমি উপভোগ করি। যথেষ্ট অভিজ্ঞও এখন সে, জানে কী করতে হবে।’

সাকিবের অনুপস্থিতে অধিনায়ক হয়ে ভারতের বিপক্ষে গোলাপি বলের দুই টেস্ট সিরিজের দুটোতেই ইনিংসে হার, পাকিস্তানের মাটিতে খেলা এক টেস্টেও ইনিংসে হার। ব্যাট হাতেও সেখানে মুমিনুল ছিলো ব্যর্থ। তারপরেও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে মুমিনুলকেই অধিনায়ক রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই টেস্টের সাফল্য পায় অধিনায়ক মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ছিলো অধিনায়কত্ব ক্যারিয়ারের একমাত্র জয়। তবে বরাবর দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া নিয়ে প্রশ্ন ওঠে মুমিনুলের বিপক্ষে।

টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও মানেন অধিনায়ক হিসেবে ঘাটতি আছে মুমিনুলের। তিনি বলেন, ‘হ্যাঁ, অধিনায়ক হিসেবে তার কিছু কাজ করা দরকার এখনও, দলকে কীভাবে সামনে এগিয়ে নিতে চায়, সেই ধারণায় আরও স্বচ্ছ হওয়া। কোচ-অধিনায়ক সম্পর্কটা গড়ে উঠছে আমাদের। তবে খেলোয়াড় হিসেবে সে দারুণ এক টেস্ট ব্যাটসম্যান।’

তবে কোচ ডমিঙ্গো মুমিনুলের অধিনায়ক হিসেবে ভবিষৎয়ে দারুণ সম্ভাবনার ভাবছেন। তিনি বলেন, ‘খুব বেশি টেস্ট ম্যাচে আমরা একসঙ্গে কাজ করিনি। সবারই সময় লাগে। আমি এখনও পর্যন্ত তার সঙ্গে কাজ করা উপভোগ করেছি। সামনে সে কতদিন থাকবে, এটা তো বোর্ডের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অধিনায়ক হিসেবে এই দলে তার সম্ভাবনা দারুণ। টেস্টে দলের সেরা ক্রিকেটারদের একজন সে। আমি তার সঙ্গে কাজ উপভোগ করছি, এটুকুই বলতে পারি।’

নিহে/ক্রী/০০৪