Download WordPress Themes, Happy Birthday Wishes

কোলকাতার বিপক্ষে চেন্নাইয়ের ভিন্ন স্কোয়াড !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

জমে উঠেছে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্লে-অফ লড়াই । এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স কেবল নিশ্চিত করেছে চলতি আসরে প্লে-অফ খেলা । অন্যদিকে কাগজে-কলমে ২০১৯ সালের রানার্স-আপ চেন্নাই সুপার কিংস ছাড়া বাকী ছয় দলের সামনেই আছে সেরা চারে খেলার সুযোগ । এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেই চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে কোলকাতা নাইট রাইডার্স । ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ।

এখন পর্যন্ত আসরের ১২ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই । অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ইয়ান মরগানের কোলকাতা আছে পাঁচে । প্লে-অফ খেলতে কোলকাতাকে শেষ দুই ম্যাচ জিততেই হবে । সেই সাথে ১২ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবের অন্তত একটি পরাজয় কামনা করতে হচ্ছে শাহরুখ খানের দলকে । কারণ পয়েন্ট সমান হলেও রেটিংয়ে এগিয়ে পাঞ্জাব । অবশ্য শেষ দুই ম্যাচে পাঞ্জাব হারলে আর কোলকাতা একটি ম্যাচ জিতলে চারে থাকা নিশ্চিত হবে মরগানদের ।

এমন জটিল পরিস্থিতিতে চেন্নাইয়ের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই কোলকাতার সামনে । যদিও সর্বশেষ ম্যাচে পাঞ্জাবের কাছেই হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে । চেন্নাইয়ের বিপক্ষে জয় পাওয়া ফরজ ম্যাচে কোলকাতার জন্য চিন্তা দলের টপ অর্ডার । বিশেষ করে দীনেশ কার্তিক আছেন অফ-ফর্মে । ১২ ম্যাচে একটি হাফসেঞ্চুরিতে চলতি আসরে দীনেশের ঝুলিতে আছে মাত্র ১৪৮ রান । ইতোমধ্যেই দলের অধিনায়কত্ব হারিয়েছেন তিনি । কিন্তু অধিনায়কের চাপ থেকে মুক্ত দীনেশ নিজেকে প্রমাণ করতে পারছেন না । সর্বশেষ পাঞ্জাবের বিপক্ষে আউট হয়েছেন কোন রান না করে । ফলে দলে জায়গা নিয়ে সংশয় আছে কার্তিকের ।

অন্যদিকে প্যাট কামিন্সের জায়গায় দলে আসতে পারেন আন্দ্রে রাসেল । আসলে এই মুহূর্তে অধিনায়ক মরগান ছাড়া কোলকাতা দলে কেউ ধারাবাহিক নয় । আগের ম্যাচে শুভমান গিল হাফসেঞ্চুরি পেলেও অধারাবাহিক । তাই কোলকাতাকে প্লে-অফ নিশ্চিত করতে টপ অর্ডারের জ্বলে উঠতেই হবে ।

অন্যদিকে কোন সুযোগ না থাকায় চেন্নাই শেষ দুই ম্যাচে সুযোগ দিতে পারে অপেক্ষাকৃত তরুণদের । কোলকাতার বিপক্ষে মনু কুমারের জায়গায় খেলতে পারেন কেএম আসিফ । এছাড়া রবীন্দ্র জাদেজার জায়গায় স্কোয়াডে আসার সম্ভাবনা আছে সাই কিশোরের । তামিলনাড়ুর স্পিনার কিশোর টিএনপিএল আর মুস্তাক আলী ট্রফিতে সকলের নজর কেড়েছেন ।

এখন পর্যন্ত দুই দলের ২৪বার মোকাবেলায় ১৪ বার জিতেছে চেন্নাই । আর কোলকাতা ৯ ম্যাচে । ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে দুই দলের নির্ধারিত ম্যাচটি বাতিল হয়েছিল । ২০১৯ সালের আসরে দুই দেখাতেই হেরেছিল কোলকাতা । তবে চলতি আসরের প্রথম দেখায় ১০ রানে চেন্নাইকে হারিয়েছে কোলকাতা । সেই ম্যাচে ৫১ বলে ৮১ রান করেছিলেন রাহুল ত্রিপাঠি ।

কোলকাতা একাদশ- শুভমান গিল , নীতিশ রানা , রাহুল ত্রিপাঠি , দীনেশ কার্ত্তিক , ইয়ান মরগান , সুনীল নারিন , প্যাট কামিন্স/আন্দ্রে রাসেল , লুকে ফার্গুসন , কমলেশ নগরকোটি , প্রসিধ কৃষ্ণা , বরুণ চক্রবর্তী

চেন্নাই একাদশ- রুতুরাজ গাইকোয়াড , ফাফ ডু প্লেসিস , আম্বাতি রাইডু , মহেন্দ্র সিং ধোনি , স্যাম ক্যুরান , এন জগদেশান , আর সাই কিশোর/রবীন্দ্র জাদেজা , মিচেল স্যান্টনার , দীপক চাহার , মনু কুমার/কেএম এসিফ , ইমরান তাহির

আহাস/ক্রী/০০৪