Download WordPress Themes, Happy Birthday Wishes

চেন্নাইয়ের হারে ফিক্সিংসের আলামত !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

যে কোন ফ্রেঞ্চাইজি আসর মানেই ম্যাচ ফিক্সিংয়ের রমরমা । দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্রেঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) যার ব্যতিক্রম নয় । মাঝেমাঝেই আইপিএলের বিভিন্ন ম্যাচ ঘিরে ওঠে সন্দেহ । অতীতে অনেক ম্যাচে এই ফিক্সিং বিষয়টি প্রমাণিত হয়েছে । শাস্তি পেয়েছেন শ্রীশান্তের মতো একাধিক খেলোয়াড় । নিষিদ্ধ হয়েছে চেন্নাই আর রাজস্থানের পূর্ব মালিকানা । কিন্তু তাতে কি আইপিএল ফিক্সিং-মুক্ত হয়েছে ? মনে হয় না ।

চলতি ২০২০ সালের আইপিএলে ইতোমধ্যে একাধিক ম্যাচ ঘিরে সৃষ্টি হয়েছে সন্দেহ । আর এই সন্দেহের শীর্ষে আছে চেন্নাই সুপার কিংস । যারা সর্বশেষ অনেক প্রশ্নের জন্ম দিয়ে ৭ রানে হেরেছে সানরাইজার্স হায়েদ্রাবাদের কাছে ।

শুক্রবার (২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করে হায়েদ্রাবাদ ২০ ওভারে পাঁচ উইকেটে তোলে ১৬৪ রান । জবাবে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৭ রানে থামে চেন্নাইয়ের লড়াই ।

টার্গেট তাড়ায় শেন ওয়াটসন , আম্বাতি নাইডু আর কেদার যাদবরা আউট হয়েছেন দায়িত্বজ্ঞানহীনের মতো । এমনকি ১৯ বলে ২২ রান করা ওপেনার ফাফ ডু প্লেসিসের রান আউট ছিল প্রশ্নবিদ্ধ ।

অধিনায়ক হিসেবে ধোনি আপাত চেষ্টা করেছেন রবীন্দ্র জাদেজার সাথে ৭২ রানের জুটিতে । কিন্তু ৫৬ বলের এই জুটি কখনও জয়ের জন্য খেলেছে বলে মনে হয় নি । ধোনি নিজে ৩৬ বলে চারটি চার আর এক ছক্কায় ৪৭ রান করে অপরাজিত থেকেও জয়ের জন্য মরিয়া হন নি । অন্যদিকে ৩৫ বলে পাঁচটি চার আর দুইটি ছক্কায় ৫০ রান করে ঠিক প্রয়োজনের সময় আউট হয়েছেন জাদেজা ! আসলে এই মন্থর জুটিটাই ম্যাচ হারিয়েছে চেন্নাইকে । জাদেজা আর ধোনি নিজেদের দিকে তাকাতে গিয়ে দলকে ডুবিয়েছেন স্থুলভাবেই ।

শেষদিকে পাঁচ বলে দুই ছক্কায় অপরাজিত ১৫ রান করেছেন স্যাম ক্যুরান । তবে সেটা ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার পর ।

এদিকে হায়েদ্রাবাদের ইনিংসের ১৬তম  ওভারে দীপক চাহারের প্রথম দুই বলে অভিষেক শর্মার সহজ দু’টি ক্যাচ ফেলেন রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর। জীবন পাওয়া অভিষেক ২৪ বলে চারটি চার আর একটি ছক্কায় করেছেন ৩১ রান ।

২৬ বলে ৫১ রান করেছেন প্রিয়াম গার্গ । তার অপরাজিত ইনিংসে ছিল ছয়টি চার আর একটি ছক্কা । ম্যাচের সেরা হয়েছেন রশিদ খান ।

আগের দুই ম্যাচে দিল্লী আর রাজস্থানের কাছে হেরেছে চেন্নাই । সেই দুই ম্যাচেও চেন্নাইয়ের খেলার ধরণ আর মাঠের ভুল নিয়ে উঠেছে প্রশ্ন । কিন্তু এখন প্রশ্ন হচ্ছে , চেন্নাই কি ইচ্ছে করেই ভুল করছে ; নাকি ভুলগুলো ভুল করেই করা !

ম্যাচে হারলেও চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গড়েছেন বিশ্বের যে কোন ফ্রেঞ্চাইজি আসরে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড । ভারতের সাবেক অধিনায়ক আইপিএলে খেলেছেন ১৯৪ ম্যাচ । এই ক্ষেত্রে তিনি ভেঙ্গেছেন সুরেশ রায়নার রেকর্ড । সুরেশ খেলেছেন আইপিএলে ১৯৩ ম্যাচ । রায়না এবার আইপিএল না খেলায় ধোনির জন্য রেকর্ড গড়া সহজ হয়েছে , তবে আইপিএলে ১৯২ ম্যাচ খেলে ধোনির পেছনেই আছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ।

আহাস/ক্রী/০০১