Download WordPress Themes, Happy Birthday Wishes

ভেঙ্গে গেলো ধোনির বিশ্বরেকর্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ভেঙ্গে গেছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশ্বরেকর্ড । এতদিন আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশী ডিসমিসালের রেকর্ড ছিল ধোনির । কিন্তু সেই কীর্তি নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যালিসা হিলি ।

আধুনিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় আক্রমনাত্মক-ক্রিকেটারের উদাহরণ । ব্যাট হাতে যে কোন সময়ে ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ্য বহুবার দেখিয়েছেন মিস্টার-ফিনিশার । অধিনায়ক হিসেবেও ‘মিস্টার-কুল’ ছিলেন ব্যতিক্রমী আর সাহসী । ভারতকে ওয়ানডে আর টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক তিনি ।

উইকেটের পেছনেও ধোনির তুলনা মেলা ভার । আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ধোনির ডিসমিসাল সংখ্যা ৮২৯টি । এইক্ষেত্রে তিনি দুই নাম্বার অবস্থানে । এক নাম্বারে আছেন সাবেক দক্ষিণ কিপার মার্ক বাউচার । তার আন্তর্জাতিক ডিসমিসালের সংখ্যা ৯৯৮টি ।

চলতি বছরের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার আগে টি-টুয়েন্টি ক্রিকেটে ডিসমিসালের বিশ্বরেকর্ড ছিল ধোনির নামের পাশে । টি-টুয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে ৯৭ ম্যাচে ৯১ ডিসমিসালের মালিক ধোনি ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) ধোনির বিশ্বরেকর্ড ভেঙ্গেছেন অস্ট্রেলিয়ার নারী দলের উইকেট-রক্ষক অ্যালিসা হিল । অ্যালিসার বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া ।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বিশ্বরেকর্ড গড়েছেন হিলি । প্রতিপক্ষের লরা ডনকে কট-বিহাইন্ড করে এই নজীর গড়েন ৩০ বছর বয়সী নারী কিপার । বর্তমানে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে অ্যালিসার ডিসমিসালের সংখ্যা ৯২টি । খেলেছেন ৯৯টি ম্যাচ ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ডিসমিসালের ক্ষেত্রে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার অপেক্ষায় এখন অ্যালিসা ।

অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী এবং কিংবদন্তী উইকেট-রক্ষক ইয়ান হিলির ভাতিজি ।

মজার ব্যাপার হচ্ছে , আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে ডিসমিসাল রেকর্ডের শীর্ষ দশে একচেটিয়া নারীদের রাজত্ব । এই তালিকার তিনে আছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারা টেলর। টি-টোয়েন্টিতে ৭৪ বার ডিসমিসাল করেছেন। এরপরই আছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার র‍্যাচেল প্রিস্ট (৭২) এবং ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেরিয়া (৭০)। শীর্ষ পাঁচে ধোনি ছাড়া ছাড়া জায়গা পাননি কোনো পুরুষ। ছয় ও সাতেও আছেন দুই নারী। ভারতের তানিয়া ভাটিয়া মাত্র তিন বছরের ক্যারিয়ারেই ৬৭টি ডিসমিসাল অর্জন করেছেন। এর পর আছেন দক্ষিণ আফ্রিকার ত্রিশা চেট্টি (৬৪)।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন (৬৩) এর চেয়ে দুইটি ডিসমিসাল কম বাংলাদেশের মুশফিকুর রহিমের।

আহাস/ক্রী/০০৬