
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
শনিবার (১৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি । ২০১৯ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই অবশ্য মাঠের বাইরে ধোনি । তবে সেই বিরতি কাটিয়ে আর আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ।
২০১৯ সালে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যাবেন ধোনি , এমনটাই ছিল সবার প্রত্যাশা । কিন্তু করোনা মহামারীর কারণে এক বছর পিছিয়ে গেছে সেই টুর্নামেন্ট । আর ধোনিও জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় । ফলে আপাতত মাঠ থেকে অবসর নেয়ার সম্ভাবনা শেষ ভারতকে দুইটি বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক ধোনি ।
তবে ধোনিকে মাঠ থেকেই অবসরে যাওয়া দেখতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। টুইটারে মূখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছি ধোনির বিদায়ী ম্যাচ আয়োজন করার জন্য। ঝাড়খন্ড এই ম্যাচ আয়োজন করতে চায়।’
ধোনির অধীনে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ৩৫০টি ওয়ানডে, ৯০ টেস্ট এবং ৯৮ টি টোয়েনটি ম্যাচে ধোনি ১৭২৬৬ রান করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ডিসমিসাল নিয়েছেন ৮২৯টি।
ভারতের সেরা অধিনায়ক আর সেরা ফিনিশারের জন্য বিদায়ী ম্যাচ আয়োজন হয় কিনা সেটা জানা যাবে কয়েকদিনের মধ্যেই ।
আহাস/ক্রী/০১০