Download WordPress Themes, Happy Birthday Wishes

আর্জেন্টাইন ফুটবলারের নতুন ইতিহাস

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আর্জেন্টিনার সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসি । আলফ্রেডো ডি স্টেফানো আর দিয়াগো ম্যারাডোনার দেশের মেসি এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় । সেই মেসির দেশের খেলোয়াড় লুকা রোমেরো এখন আলোচনার শীর্ষে । স্প্যানিশ লা লীগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের নতুন ইতিহাস গড়েছেন রোমেরো ।

বুধবার রাতে (২৪ জুন) রিয়েল মাদ্রিদের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো এরেনায় মুখোমুখি হয়েছিল রিয়েল মাদ্রিদ আর মায়োর্কা । ম্যাচটি নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছে রিয়েল ।

মজার ব্যাপার হচ্ছে , আর্জেন্টিনার কিংবদন্তী ডি স্টেফানোর নামে গড়া মাঠেই নতুন ইতিহাস গড়েছেন আরেক আর্জেন্টাইন রোমেরো । মাত্র ১৫ বছর ২১৯ দিনে মায়োর্কার জার্সি পড়ে ইউরোপের সেরা দল রিয়েলের বিপক্ষে মাঠে নেমে যান তিনি । ভেঙ্গে দেন সেল্টা ভিগোর ফ্রান্সিসকো বাও রড্রিগেজের রেকর্ড । ১৯৩৯ সালে ‘স্যানসন’ নামে অধিক পরিচিত রড্রিগেজ প্রথমবার স্পেনের লীগে মাঠে নেমেছিলেন ১৫ বছর ২৫৫ দিনে । প্রায় আশি বছর তাঁর সেই রেকর্ড অক্ষত ছিল ।

রোমেরো মাঠে নেমেছিলেন ম্যাচে ৮৩ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে ।

রোমেরোর জন্ম মেক্সিকোতে হলেও তাঁর পুরো পরিবার আর্জেন্টিনার নাগরিক । তাঁর বাবা দিয়াগো রোমেরো আর্জেন্টিনার দ্বিতীয় শ্রেণীর লীগে ফুটবল খেলেছেন । অনেকটা যাযাবরের মত ছোটবেলা কাটানো রোমেরো তিন বছর বয়সেই পরিবারের সাথে চলে আসেন স্পেনে । ২০১৫ সালে মাত্র ১০ বছর বয়সে তিনি যোগ দেন মায়োর্কার বয়সভিত্তিক একাডেমীতে ।

২০১৭ সালে রোমেরো পেয়ে যান ‘নতুন মেসি’ নামটি । একদিন বিখ্যাত ইবিজা দ্বীপে বল নিয়ে কারিকুরি করছিলেন রোমেরো । সেই সময় সেখানে ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানি আলাভেজ । রোমেরো বল-দখল নজর কাড়ে আলাভেজের । ভক্তরা আলাভেজের ছবি তুলতে তিনিই দেখিয়ে দেন রোমেরোকে । সবাইকে বলেন – ‘আমার নয় , ঐ যে নতুন মেসি , তাঁর ছবি নাও ‘ ।

ইতোমধ্যেই আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ৬ ম্যাচ খেলে দুইটি গোল করেছেন লুকা রোমেরো । তিনি খেলেন এটাকিং মিডফিল্ডার হিসেবে ।

আহাস/ক্রী/০০৩