Download WordPress Themes, Happy Birthday Wishes

বার্সেলোনাকে হুঁশিয়ার করলেন মেসি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

করোনা ভাইরাস মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া স্প্যানিশ লা লীগা ফের শুরু হচ্ছে ১২ জুন থেকে । অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ মাঠে গড়াবে আগস্ট থেকে । এই দুই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ‘বিশেষ ব্যবস্থা’য় অনুশীলন শুরু করেছে স্পেনের চ্যাম্পিয়ন বার্সেলোনা ।

যদিও অনুশীলনে নামার আগে বার্সার অধিনায়ক লিওনেল মেসি খানিকটা হতাশাই প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে । দলকে খানিকটা সতর্ক করার সুরেই মেসি জানিয়েছেন , ‘ খেলা বন্ধ হবার আগে বার্সেলোনা যেভাবে খেলেছে , তেমন হলে বার্সেলোনার পক্ষে চ্যাম্পিয়ন্স লীগ জয় করা সম্ভব না । ‘

ইতোমধ্যেই বার্সেলোনা উঠে গেছে চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্বে । আসরের পাঁচবারের চ্যাম্পিয়নরা ন্যাপলির মাঠে সেরা ষোলর প্রথম লেগে ড্র করেছে ১-১ গোলে । করোনা ভাইরাসের কারণে দুই দলের মধ্যকার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগটি আর মাঠে গড়ায় নি ।

বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ী মেসি বলেছেন , ‘ আমাদের স্কোয়াড খুব শক্তিশালী । এই দল নিয়ে অনেক কিছু জয় করা সম্ভব । কিন্তু আমরা যেভাবে খেলছি , তাতে আবার কিছুই নাও জিততে পারি । চ্যাম্পিয়ন্স লীগের মত আসর জিততে আমাদের আরও ভাল খেলতে হবে । ‘

মেসি জানান , ‘ খেলার বিরতিতে আমাদের কিছুটা সুবিধা হয়েছে । অনেকের ইনজুরি সমস্যা কেটেছে । আবার আমরাও টানা খেলার ধকল সামলে উঠেছি । আশা করছি , খেলা শুরু হলে নতুন উদোমে মাঠে নামতে পারব । তবে কোন কিছু জিততে হলে নিজেদের খেলার উন্নতির সাথে আত্মবিশ্বাস বাড়াতে হবে । ‘

আহাস/ক্রী/০০৫