Download WordPress Themes, Happy Birthday Wishes

বেকায়দায় ইংলিশ ক্রিকেটাররা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

করোনা-ভাইরাসের কারণে ইংলিশ ক্রিকেটাররাও পড়তে চলেছে আর্থিক ক্ষতির মুখে । দেশটির গণমাধ্যম জানিয়েছে , করোনা পরিস্থিতির কারণে কমে যেতে পারে ইংলিশ ক্রিকেটারদের পারিশ্রমিক ।

করোনা-ভাইরাস পরিস্থিতি দিন দিন মারাত্মক আকার ধারণ করছে ইংল্যান্ডে । বন্ধ রয়েছে ইংল্যান্ডের সব ধরণের খেলাধুলা । আগামী জুনের আগে মাঠে ক্রিকেট ফেরার কোন সম্ভাবনা নেই । যদিও জুনে প্রয়োজনে দর্শকশুন্য মাঠে ক্রিকেট ফেরাবার চেষ্টা করছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ‘ইসিবি’ ।

খেলা বন্ধ থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির শংকায় ইংল্যান্ডের ক্রিকেট গভর্নিং বডি। এ কারণে জো রুট, বেন স্টোকসদের পারিশ্রমিক কমে যেতে পারে। প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে এরমধ্যেই বাতিল হয়েছে রুটদের শ্রীলঙ্কা সফর।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ঘরোয়া টুর্নামেন্ট সহ সমস্ত পেশাদার ক্রিকেট স্থগিত। মে মাসের আগে কোন কিছুই শুরুর সম্ভাবনা নেই।

পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি টেস্ট সিরিজ সম্ভবত হচ্ছে না। জুন-আগস্টে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। সেই সিরিজ নিয়েও আছে শঙ্কা। সব মিলিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে ইংলিশ ক্রিকেট বোর্ড।

এ কারণে বেতন কমতে পারে ক্রিকেটারদের। যদিও এ নিয়ে বোর্ড এখনো কিছুই বলেনি।

আহাস/ক্রী/০১০