Download WordPress Themes, Happy Birthday Wishes

শাহাদাৎ হোসেনের মারাত্মক বোলিংয়ে কোণঠাসা জিম্বাবুয়ে

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে জিম্বাবুয়ে । আগামী ২২ ফেব্রিয়ারি টাইগারদের বিপক্ষে মিরপুরের শের-এ- বাংলা স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের প্রথম টেস্ট । সেই টেস্টের আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ মাঠে নেমেছে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেএসপির তিন নাম্বার মাঠে বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে । এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ছয়  উইকেটে ১৮৬  রান । খেলা হয়েছে ৫৯  ওভার ।

শুরুতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের দুই ওপেনার প্রিন্স মাসভুরে আর কেভিন কাসুজা ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েন । মাসভুরে ৭৭ বলে সাতটি চারে ৪৫ রান করে আউট  হন । এই জুটি ভাঙ্গেন অধিনায়ক আল আমিন । 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে সফরকারী জিম্বাবুয়ে । ওপেনার কাসুজা একাই করেন ৭০ রান । তার ১৩০ বলের ইনিংসে ছিল একি ডজন চার । 

শাহাদাৎ হোসেন তিনটি উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার । তিনি আউট করেছেন অধিনায়ক ক্রেইগ এভরিন (১০)  , রেকিস চাকাভা (১৩) আর টিনোটেম্বা মুতোম্বজিকে (০) । 

এছাড়া আল আমিনের সাথে শরিফুল নিয়েছেন একটি উইকেট । 

এই মুহূর্তে টিমিসেন মারুমা ১৬ আর কার্ল মাসুম্বা ৪ রানে ব্যাট করছেন । 

আহাস/ক্রী/০০৯