Download WordPress Themes, Happy Birthday Wishes

নিশ্চিত হল মুশফিক আর ইমরুলের ফেরা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সুখবর পাওয়া গেছে , বাংলাদেশের জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম আর ইমরুল কায়েসের বিষয়ে । ইনজুরি আক্রান্ত দুই ক্রিকেটার পেয়েছেন মাঠে ফেরার অনুমতি । অর্থাৎ ইনজুরি থেকে সেরে উঠেছেন দুজনেই ।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল । রাওয়ালপিন্ডিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দলের মধ্যে টেস্ট লড়াই । যদিও এই টেস্টে নেই মুশফিকুর রহিম আর ইমরুল কায়েস । তাদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ধারার ক্রিকেটে লড়াই করবে টাইগাররা ।

মুশফিক পাকিস্তান যাচ্ছেন না নিরাপত্তার কারণে – সেটা আগে থেকেই জানা । তবে সাথে তার ইঞ্জুরিও আছে । যে কারণে সদ্য শুরু হওয়া জাতীয় ক্রিকেট লীগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলা হয় নি তার ।

বিপিএলের পর ইনজুরির কারণে ইমরুলেরও খেলা হয় নি জাতীয় লীগের প্রথম পর্বে । সর্বশেষ বিপিএলের ১৩ ম্যাচে ৪৪২ রান করেও ইনজুরির কারণে জানুয়ারিতে যেতে পারেন নি পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে । পারেন টেস্ট দলে থাকতে ।

কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানে রওয়ানা দেয়ার দিনই মুশফিক আর ইমরুল পেয়েছেন সুখবর । এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানিয়েছেন , ‘ মুশফিক এবং ইমরুল ওদের হ্যামস্ট্রিং এবং কাপ মাসেলের সমস্যা নিয়ে কিছুদিন ই’ঞ্জুরিতে ছিল। এর মধ্যে ওদের রিহ্যাব প্রক্রিয়াও চলছিল।’

এ সময় তিনি আরও বলেন, ‘মুশফিকের ই’ঞ্জুরি গ্রেড ওয়ান ই’ঞ্জুরি হওয়াতে আমরা আশা করছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে যাবে। কিন্তু ইমরুলের ইনজুরিতে আমাদের ধারণা ছিলো আরেকটু বেশি সময় লাগতে পারে, সপ্তাহ খানেক।’

দেবাশিষ বলেন, ‘আজকে ওদের দুজনেরই টেস্ট হলো আমাদের ফিজিও থেরাপিস্ট এবং ট্রেনারদের তত্ত্বাবধায়নে। খুবই সন্তোষজনক ভাবে ওরা টেস্টে উৎরে গেছে। এবং দুজনেই আপাতত খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত হচ্ছে। তো পরবর্তী খেলাগুলোয় ওদের অংশগ্রহণে আর কোনো বাঁধা থাকবে না।’

অর্থাৎ জাতীয় ক্রিকেট লীগের পরবর্তী পর্বে মাঠে নামতে দেখা যাচ্ছে মুশফিক আর ইমরুলকে , এটা অনেকটাই নিশ্চিত ।

আহাস/ক্রী/০১০