Download WordPress Themes, Happy Birthday Wishes

চ্যাম্পিয়ন্স লীগে চলছে আটলান্টা রুপকথা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্রথমবারের মত খেলতে এসেই নক আউট পর্বে নাম লিখিয়েছিল আটলান্টা । তবে ইটালিয়ান ক্লাবটির যে এখানেই থেমে থাকার ইচ্ছে নেই , সেটা বোঝা গেছে স্পেনের প্রতিষ্ঠিত শক্তি ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের সেরা ষোল পর্বের লড়াই দেখেই । স্প্যানিশ প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়ে আটলান্টা এক পা বাড়িয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালের দিকে ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ স্যান সিরো স্টেডিয়ামে নক আউট পর্বের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেয় আটলান্টা । ম্যাচটি দাপটের সাথে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে ইটালিয়ান ক্লাবটি ।

ম্যাচের ১৬ মিনিটে হান্স হেটবায়েরের গোলে এগিয়ে যায় আটলান্টা । ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোসেফ লিলিচ ।

৫৭ মিনিটে র‍্যামো ফ্রুয়েলারের গোলে ৩-০ ব্যবধানে লিড নেয় আটলান্টা ।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে হেটবায়ের আবারও লক্ষ্যভেদ করলে ৪-০ গোলে এগিয়ে যায় আটলান্টা ।

৬৬ মিনিটে ভ্যালেন্সিয়ার রাশিয়ান তারকা ড্যানিশ চেরিশেভ ব্যবধান কমান ।

এখন দেখার বিষয় , চেরিশেভের অ্যাওয়ে গোলটি ভ্যালেন্সিয়াকে কোন সুবিধা দেয় কিনা । পরের লেগে নিজেদের মাঠে আটলান্টাকে ৩-০ গোলে হারাতে পারলেই কেবল অ্যাওয়ে গোলটির সুবিধা নিয়ে শেষ আটে যাওয়া সম্ভব ভ্যালেন্সিয়ার পক্ষে ।

এই ম্যাচে আটলান্টা একটি নতুন রেকর্ড গড়ে নিয়েছে । চলতি চ্যাম্পিয়ন্স লীগে এখন পর্যন্ত সাত ম্যাচে ১২ গোল করেছে আটলান্টা । আর এগুলো করেছে তাদের ১০ জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় । চলতি মৌসুমে কোন দলের হয়ে এত বেশী খেলোয়াড় গোল করতে পারে নি ।

আহাস/ক্রী/০০১