Download WordPress Themes, Happy Birthday Wishes

কপাল পুড়লো রাবাদার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য খেলা থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা । যে কারণে দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারের খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) থেকেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ । সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্লের বোল্যান্ড পার্কে । এই সিরিজ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন রাবাদা । শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই দর্শক হয়ে যাননি রাবাদা। আগামী মাসের ভারত সফর থেকেও বাদ পড়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে আঘাত পান রাবাদা । যদিও কুঁচকির চোট অনেকদিন ধরেই জ্বালাচ্ছিল রাবাদাকে । এবার একই চোটে খেলা থেকেই ছতকে গেলেন লম্বা সময়ের জন্য ।

জানা গেছে , কমপক্ষে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে রাবাদাকে । তারমানে আগামী আইপিএলের আগে মাঠে ফেরা হচ্ছে না তার । আইপিএলের আসন্ন মৌসুমে প্রোটিয়া বোলার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে । আগামী ৩০ মার্চ আছে আইপিএলে দিল্লীর প্রথম ম্যাচ ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের তিনটি ম্যাচই খেলেন রাবাদা। ১১ ওভার বল করে খরচ করেন ১১৪ রান। পান দুই উইকেট।

রাবাদার বদলি খেলোয়াড়ের নাম এখনো ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

আহাস/ক্রী/০০৫