Download WordPress Themes, Happy Birthday Wishes

একই দিনে দুইটি অনন্য রেকর্ড তামিমের

Bangladesh’s Tamim Iqbal plays a shot during the third day of the first cricket Test match between Pakistan and Bangladesh at the Rawalpindi Cricket Stadium in Rawalpindi on February 9, 2020. (Photo by AAMIR QURESHI / AFP)

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তামিম ইকবাল খান । দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তিনি পূরণ করেছেন তেরো হাজার রান ।

মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে রবিবার (২৩ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনেই তামিম গড়েছেন ইতিহাস । ছুঁয়েছেন ১৩ হাজার রানের মাইল ফলক ।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৬৫ রান । জবাবে বাংলাদেশ এখন পর্যন্ত দুই উইকেটে তুলেছে ১৪৯ রান ।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন তামিম আর নাজমুল হাসান শান্ত । তামিম হাফসেঞ্চুরির আশা জাগিয়েও আউট হয়ে গেছেন ৪১ রানে । তার ৮৯ বলের ইনিংসে ছিল সাতটি চার ।

ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত ২৭ রানে পৌঁছতেই পূরণ হয়ে যায় তার ১৩ হাজার রান। বাংলাদেশের প্রথম হলেও, বিশ্বের ৫০তম ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলকে পৌঁছালেন তামিম।

বাংলাদেশের ক্রিকেটে আর কোন ক্রিকেটারের ১৩ হাজার রান নেই । নেই ১২ হাজার রানও । দ্বিতীয় সর্বোচ্চ ১১৭৫২ রান রয়েছে সাকিব আল হাসানের নামের পাশে। দশ হাজারের বেশি আন্তরজাতিক রান করা বাংলাদেশের অন্য ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহীম, তাঁর সংগ্রহ ১১৫৭৫ রান।

তবে দেশের হয়ে এখনও তার ১৩ হাজার পূরণ হয় নি । কেননা ক্যারিয়ারে মোট রানের মধ্যে ৫৭ রান করেছেন এশিয়া একাদশের হয়ে।

মিরপুরে আরও একটি রেকর্ড গড়েছেন তামিম । জিম্বাবুয়ের বিপক্ষে ২ রান করতেই দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন বাঁহাতি এই ওপেনার। ছাড়িয়ে দেন সাকিব আল হাসানকে। ঘরের মাঠে সাকিবের রান ২ হাজার ৪৭৭। তামিম তা ছাড়িয়ে গেলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে নামার আগে তামিমের মোট আন্তর্জাতিক রান ছিলো ১২৯৭৩।

আহাস/ক্রী/০০৯