Download WordPress Themes, Happy Birthday Wishes

ভারতীয় ব্যাটসম্যানের অবিশ্বাস্য রেকর্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও ক্রিকেটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভারতের বর্ষীয়ান ক্রিকেটার ওয়াসিম জাফর । ৪১ বছর বয়সে ভারতের ঘরোয়া ক্রিকেটে গড়েছেন এমন কীর্তি , যা আর কারো নেই ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে ১২ হাজার রানের মাইল-ফলক চ ছুঁয়েছেন ওয়াসিম জাফর । বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কেরালার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করেন বিদর্ভের এই অভিজ্ঞ ব্যাটসম্যান । এদিন ৫৭ রানের ইনিংস খেলে আউট হন জাফর ।

ম্যাচে ব্যক্তিগত ১৯ রানের মাথায় ওয়াসিম জাফর ছুঁয়ে ফেলেন ১২ হাজার রানের মাইলস্টোন । বিদর্ভ ছাড়াও দীর্ঘদিন মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন তিনি । বর্তমানে রঞ্জিতে তার ঝুলিতে আছে ১২,০৩৮ রান ।

চলতি মৌসুমের শুরুতেই রঞ্জিতে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন ওয়াসিম । ভারতের এই ঘরোয়া আসরে সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড তার ।

মুম্বইয়ের ওয়াসিম জাফরের প্রথমশ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯৬-৯৭ মৌসুমে । ভারতীয় ঘরোয়া ক্রিকেটে যিনি কিংবদন্তি হিসেবে পরিচিত৷ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে ভারতীয় দলে জায়গা করেন নেন মুম্বইয়ের এই ডানহাতি ওপেনার ।

ভারতের হয়ে ৩১ টেস্ট আর দুইটি ওয়ানডে খেলেছেন ওয়াসিম । টেস্টে পাঁচটি শতকের সাথে আছে দুইটি দ্বি-শতক । সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে ।

প্রথমশ্রেণীর ক্রিকেটে উনিশ হাজারের বেশী রান করা ওয়াসিম জাফর গত মৌসুমেও ঢাকা আবাহনীর হয়ে খেলে গেছেন । এছাড়া পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব ।

আহাস/ক্রী/০০৫