Download WordPress Themes, Happy Birthday Wishes

দুবাইয়ে রোনালদোর অনন্য অর্জন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে অনন্য সম্মানে ভূষিত করেছে সংযুক্ত আরব আমিরাত । জুভেন্টাসের মহাতারকাকে দেয়া হয়েছে আমিরাতের ‘গোল্ডেন কার্ড রেসিডেন্সি ভিসা’ । এখন থেকে এই ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে দীর্ঘ সময়ের জন্য বসবাস করতে পারবেন আধুনিক ফুটবলের সম্রাট রোনালদো ।

গত ডিসেম্বরে দুবাইয়ে রোনালদো জিতেছেন গ্লোব সকারের দেয়া ‘বর্ষসেরা’ ফুটবলারের পুরস্কার । এই রেকর্ড ছয়বার গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলার হয়েছেন জুভেন্টাসের মহাতারকা ।

আমিরাতের সাথে যেন রোনালদোর আত্মার সম্পর্ক । গত কয়েক বছর ধরেই দেশটিতে নিয়মিত আসা-যাওয়া করছেন তিনি ।

ফেব্রুয়ারির পাঁচ তারিখে ৩৫ বছরে পা রেখেছেন রোনালদো । কিন্তু বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও নিয়মিত ফুটবল মাঠে ম্যাজিক দেখিয়ে চলেছেন তিনি । জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত ৫১ ম্যাচে করেছেন ৪১ গোল । ফোর্বস ম্যাগাজিনের জরিপে ২০১৬ ও ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট ছিলেন তিনি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন’র দৃষ্টিতে, ২০১৬ থেকে ২০১৯ সময়ে সেরা অ্যাথলেট রোনালদো।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে রোনালদোর সরব উপস্থিতি। ইনস্টাগ্রামে তার সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। ২০১০-১৯ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রোনালদোর আয় ৭২ কোটি ইউরোর বেশি!

ফোর্বসের জরিপে রোনালদো, গত এক দশকের দ্বিতীয় সর্বোচ্চ দামি অ্যাথলেট তিনি।

দুবাই শহরের প্রতি অন্যরকম ভালো লাগা রোনালদোর। ডিসেম্বরের শেষ দিকে দুই দিনব্যাপী গ্লোব সকার অ্যাওয়ার্ড কনফারেন্সে শহরটির প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি।

আহাস/ক্রী/০০৯