Download WordPress Themes, Happy Birthday Wishes

দুইবার পিছিয়ে পড়েও হারে নি আবাহনী

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এএফসি কাপের জোনাল সেমি ফাইনালে খেলে আগেরবার ইতিহাস গড়েছিল ঢাকা আবাহনী লিমিটেড । কিন্তু এবার তাদের খেলতে হচ্ছে প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফে । যেখানে নিজেদের মাটিতে প্রথম দেখায় আবাহনী হারাতে পারে নি মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ।

বুধবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী আর মাজিয়ার ম্যাচটি ২-২ গোলে ড্র হয় । এটি ছিল দ্বিতীয় রাউন্ডে দুই দলের মধ্যে প্রথম লেগের মোকাবেলা । এই ম্যাচে দুইটি এওয়ে গোল পাওয়া মালদ্বীপের দলটি এখন অনেকটাই সুবিধাজনক অবস্থায় । নিজেদের মাঠে পরের লেগে ১-১ গোলে ড্র করলেও তারা উঠে যাবে পরবর্তী পর্বে ।

১৬ মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচে আবাহনী । ধ্যমাঠ থেকে জীবনের ব্যাক পাস থেকে বল পেয়ে যান করনেলিউস এসেকিয়েল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গ্রানাডার এই স্ট্রাইকার সাদ উদ্দিন ও মেলসনকে কাটিয়ে লক্ষ্যে শট নিলেও বল গোলকিপার শহীদুল আলম সোহেলের শরীরে লেগে ফিরে আসে।

৩১ মিনিটে মামুনুলের কর্নার থেকে সানডে চিজোবার হেড পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় আবাহনী ।

৪২ মিনিটে প্রতি আক্রমণ থেকে মাজিয়া গোল করে এগিয়ে যায়। ইব্রাহিম হুসেনের ডান প্রান্তের লব থেকে লক্ষ্যভেদ করেন এসেকিয়েল।

প্রথমার্ধের যোগ হওয়া সময়ে মেলসন সমতা আনেন ম্যাচে। রায়হানের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে ১-১ করেন আবাহনীর ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

৬৫ মিনিটে হাসান নাইজের দূর থেকে নেয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক শহিদুল । কিন্তু ফিরতি শটে গোল করেন এজেকিয়েল ।

৭৩ মিনিটে কর্নারের পর ডি-বক্সের ভেতর থেকে বেলফোর্টের শট গোললাইন থেকে ফেরান মাজিয়া অধিনায়ক মোহামেদ ইরুফান।

৮০তম মিনিটে রায়হানের থ্রো ইনে বেলফোর্ট টোকা দেওয়ার পর চিজোবা প্লেসিং শটে সমতা ফেরান।

ম্যাচে আর কোন গোল হয় নি ।

আহাস/ক্রী/০১২