Download WordPress Themes, Happy Birthday Wishes

সবার সেরা বেন স্টোকস

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বেন স্টোকস । ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অল রাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিবেচনায় নির্বাচিত হয়েছেন ২০১৯ সালের বিশ্বসেরা ক্রিকেটার । পেয়েছেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।

২০১৯ সালে অবিশ্বাস্য ফর্মে ছিলেন স্টোকস । ইতিহাসে প্রথমবারের মত নিজের দেশ ইংল্যান্ডকে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ । ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন ম্যাচের সেরা । এছাড়া অ্যাশেজে হৃদয় জয় করা সেঞ্চুরিতে স্টোকস অস্ট্রেলিয়ার বিপক্ষে এনে দেন ১ উইকেটের জয় । সব মিলিয়ে ২০১৯ সালে ২০ ওয়ানডে খেলে ৭১৯ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করেছেন স্টোকস। এগারোটি টেস্ট খেলে ২২ উইকেটের পাশাপাশি রান করেছেন ৮২১।

এমন পারফর্মেন্সের পর বেন স্টোকস ছাড়া আর কেউকে সেরা হিসেবে বেছে নেয়ার কোন বিকল্প পায় নি আইসিসি ।

ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরার স্বীকৃতি স্টোকসের আগে পেয়েছিলেন কেবল দুইজন। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিন্টফ (জ্যাক ক্যালিসের সঙ্গে যৌথভাবে) ও ২০১১ সলে জোনাথন ট্রট।

বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য কিছুদিন আগে বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বও মনোনীত হয়েছিলেন স্টোকস।

এদিকে আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ভারতের ওয়ানডে ওপেনার রোহিত শর্মা। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি একাই করেন পাঁচ সেঞ্চুরি । এটাই এক বিশ্বকাপে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক শতরানের রেকর্ড। সব মিলিয়ে ওডিআই ক্রিকেটে বছরে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। টেস্টে ৩টি সেঞ্চুরি করেন। যারপর ওডিআইয়ে রোহিতই বর্ষসেরা ক্রিকেটার হতে চলেছেন আন্দাজ ছিল। শেষ পর্যন্ত আইসিসি’র পুরস্কার তালিকায় বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হলেন হিটম্যান।

২০১৯ সালে ৫৯টি টেস্ট উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। অন্য যেকোনো বোলারের চাইতে যা অন্তত ১৪ বেশি। আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

সহযোগী দেশগুলোর সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েতজার।

বিরাট কোহলি পেয়েছেন ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা স্টিভেন স্মিথকে বিশ্বকাপের ম্যাচে যখন দুয়ো দিচ্ছিলেন দর্শকেরা, কোহলি তখন মাঠ থেকে দর্শকদের আহ্বান জানিয়েছিলেন দুয়ো না দিয়ে অনুপ্রেরণা জোগাতে। ভারতীয় অধিনায়ক স্বীকৃতি পেয়েছেন সেটির জন্যই।

আহাস/ক্রী/০০৫