
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
২৮ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পেয়েছেন ভারতের রবি যাদব । ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফিতে প্রথম সুযোগেই তিনি গড়ে নিয়েছেন বিশ্বরেকর্ড ।
সোমবার (২৭ জানুয়ারি) রঞ্জি ট্রফির এলিট বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশ। মজার ব্যাপার হচ্ছে , নিজে রবি উত্তর প্রদেশের । কিন্তু তার অভিষেক হয়েছে মধ্যপ্রদেশের হয়ে । নিজের জন্মস্থানের বিপক্ষে প্রথম নেমেই গড়ে নিয়েছেন বিশ্বরেকর্ড । আর সেটা ম্যাচে নিজের অভিষেক ওভারে হ্যাট্রিক করে ।
ইন্দোরে ম্যাচের প্রথম দিনে রবির দল মধ্য প্রদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৩০ রানে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে উত্তর প্রদেশ। দিনের শেষের আগের ওভারে বোলিং পান রবি। ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন ওপেনার আরইয়ান জুইয়ালকে, উইকেটের পেছনে ক্যাচ নেন কিপার। পরের দুই বলে বোল্ড অঙ্কিত রাজপুত ও সামির রিজভি।
অভিষেকে হ্যাটট্রিক এমনিতে খুব বিরল নয়। রবির আগে ১৮ বোলার পেয়েছেন এই স্বাদ। ভারতেরই আছে আরো ৭ জন। তবে তারা কেউই পারেননি রবির মতো প্রথম ওভারে টানা তিন বলে উইকেট নিতে।
প্রায় ৮০ বছর আগে দক্ষিণ আফ্রিকার রিচি ফিলিপস প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু সে ম্যাচের আগে আরও ৪টি ম্যাচ খেলেছিলেন ফিলিপস। যেগুলোতে একবারও বোলিং করেননি তিনি। এছাড়া জাভাগাল শ্রীনাথ, সলিল আঙ্কোলা এবং অভিমান্যু মিথুনসহ ৭ জন ভারতীয় বোলার অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু কোনোটাই তাদের প্রথম ওভারে ছিলো না।
আহাস/ক্রী/০০৯