Download WordPress Themes, Happy Birthday Wishes

রশিদ খান ম্যাজিকে জিতলো ফিঞ্চের দল

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ আসর বিগ-ব্যাশে জ্বলে উঠেছেন রশিদ খান । আফগান তারকার দারুণ বোলিং নৈপুণ্যে অ্যাডেলেইড স্ট্রাইকার্স ১৮ রানে হারিয়েছে তলানিতে থাকা দল মেলবোর্ন রেনেগেডসকে । ম্যাচের সেরাও হয়েছেন স্পিন-ম্যাজিশিয়ান রশিদ খান ।

রবিবার (২৯ ডিসেম্বর) মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৫৫ রান তোলে এডেলেইড স্ট্রাইকার্স । জবাবে ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩৭র বেশী তুলতে পারে মেলবোর্ন ।

টার্গেট তাড়ায় আবারও হাফসেঞ্চুরি করেছেন মেলবোর্ন অধিনায়ক অ্যারন ফিঞ্চ । তিনি ৩৯ বলে একটি করে চার আর ছক্কায় করেছেন পুরো ৫০ রান ।

১০ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে নিয়ে জয়ের প্রত্যাশায় ছিল মেলবোর্ন । কিন্তু এরপরেই তাদের খেলায় ঘটে ছন্দপতন । একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাই হেরে যায় স্বাগতিকরা ।

যদিও ২৬ বলে হার না মানা ৩৭ রান করে বিউ ওয়েবস্টার কিছুটা চেষ্টা করেছিলেন ।

চার ওভারে ১৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রশিদ খান । এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন ওয়েস অ্যাগার আর ক্যামেরন ভেলেন্তে ।

এর আগে এডেলেইডের হয়ে ওপেনার ফিলিপ সল্ট করেন সর্বোচ্চ ৫৪ রান । সেটাও মাত্র ২৬ বলে । তার ইনিংসে ছিল সাতটি চার আর একটি ছক্কা ।

এছাড়া অধিনায়ক অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৪১ রান । তার ৩৭ বলের ইনিংসে ছিল চারটি চার ।

মেলবোর্নের হয়ে কেইন রিচার্ডসন নেন চার উইকেট ।

এই জয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে এডেলেইড । আর সমান ম্যাচে কোন পয়েন্ট পায় নি মেলবোর্ন  রেনেগেডস  ।

আহাস/ক্রী/০০৩