Download WordPress Themes, Happy Birthday Wishes

মেয়েদের সামনে সাফের শিরোপা পুনরুদ্ধারের মিশন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

পাহাড়ি দেশ ভুটানে বসছে সাফ নারী অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের আসর । এই আসরে অংশ নিতে সোমবার ভুটান যাচ্ছে বাংলাদেশের মেয়েরা । আসন্ন আসরে শিরোপার লক্ষ্য নিয়েই যাচ্ছে মেয়েরা ।

২০১৭ সালে নিজ দেশের মাটিতে সাফ শিরোপা জিতেছিল মেয়েরা । কিন্তু গত বছর নেপালে অনুষ্ঠিত আসরের ফাইনালে উঠলেও হেরে যায় মারিয়া মান্ডারা ।

এবারের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চার দেশ । বাংলাদেশ ছাড়াও খেলছে ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান। ৯ অক্টোবর স্বাগতিক ভুটান, ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ ভিত্তিক টুর্নামেন্টের সেরা দু’দল ফাইনাল খেলবে ১৫ অক্টোবর।

এবারের বাংলাদেশ দলে দেখা যাবে অনেক নতুন মুখ । জেএফএ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট থেকে বাছাইকৃতদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে আসন্ন সাফ শিরোপার জন্য। নয়জনের এর আগে সাফের অভিজ্ঞতা আছে। সঙ্গে সাতজন খেলে এসেছে সুব্রত কাপ।

দেশ ছাড়ার আগের দিন রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন নিজেদের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘মেয়েরা নিবিড় অনুশীলনের মধ্যে আছে। নতুন-পুরোনোদের নিয়ে দল যাচ্ছে খেলতে। আশা করছি এই দলটি আমাদের হতাশ করবে না। খেলোয়াড়দের প্রতিভা আছে। এদের নিয়েই আমরা লড়াই করতে পারবো।’

লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য শিরোপা জেতা। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তবে বাকি তিন দলও শক্তিশালী। আমাদের শিরোপা জেতা সহজ হবে না।’

অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র জানায়, ‘আমরা চ্যাম্পিয়ন ট্রফির জন্যই খেলতে যাচ্ছি।’

নতুনদের প্রসঙ্গে বাংলাদেশের কোচ জানান , ‘ ‘আজ মারিয়া, সানজিদা, আখিরা বড় তারকা। কিন্তু একদিন এই অনূর্ধ্ব-১৫ দলের মতোই ছিল তারা। একদিন এই শামসুন্নাহার ও রুপনা চাকমারাও বড় তারকা হবে। তবে সেজন্য পরিশ্রম করতে হবে। যা তারা করছে।’

আহাস/ক্রী/০১০