Download WordPress Themes, Happy Birthday Wishes

কাশুন রাজিথার বিশ্বরেকর্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হওয়া টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বড় হারের মুখ দেখেছে শ্রীলঙ্কা । ম্যাচ হেরে গেছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে । ম্যাচে ক্যারিয়ারের প্রথম টি-২০ আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নার । অন্যদিকে বোলিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন কাশুন রাজিথা ।

এডিলেইডে রবিবার অনুষ্ঠিত ম্যাচের ২০ ওভারে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তোলে দুই উইকেটে ২৩৩ রান । জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রান তুলে থামে শ্রীলঙ্কার লড়াই ।

ম্যাচে এক লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার পেসার কাশুন রাজিথা । তিনি চার ওভারে দিয়েছেন ৭৫ রান । যার ফলে টি-২০ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলার এখন এই লংকান ।

ম্যাচের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে ১১ রান দেন রাজিথা । পরের ওভারে দেন ২১ রান ।

১০ম ওভারে আবারও বোলিংয়ে ফিরে দেন ২৫ রান । তার এই ওভারে অ্যারন ফিঞ্চ মারেন এক ছক্কা । এছাড়া ওয়ার্নার দুইটি ছক্কার সাথে একটি বাউন্ডারি হাঁকান ।

আর ১৮তম এবং নিজের শেষ ওভারে কাশুন রাজিথা দিয়েছেন আরও ১৮ রান । এবারের ওভারে দুই ছক্কা হাঁকান ওয়ার্নার ।

চার ওভারে সব মিলিয়ে ছক্কা খেয়েছেন ছয়টি । আর বাউন্ডারি সাতটি ।

গত অগাস্টে ইউরোপের টুর্নামেন্ট রোমানিয়া কাপে তুরস্কের তুনাহান তুরান চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৭০ রান। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন কাশুন রাজিথা ।

সব ধরনের টি-২০  মিলিয়ে হিসাব করলে খরুচে বোলিংয়ের তালিকায় রাজিথা আছেন তিন নম্বরে। রেকর্ডটা রয়েছে পাকিস্তানের সারমাদ আনোয়ারের দখলে। ২০১১ সালে দেশটির ঘরোয়া আসরে লাহোর লায়ন্সের বিপক্ষে ৪ ওভারে ৮১ রান দিয়েছিলেন শিয়ালকোট স্টালিয়ন্সের এই পেসার। ৪ ওভারে ৭৭ রান দিয়ে তালিকার দুই নম্বর স্থানে আছেন বেন স্যান্ডারসন। ২০১৭ সালে ইংল্যান্ডের ঘরোয়া ন্যাটওয়েস্ট টি-২০  ব্লাস্ট প্রতিযোগিতায় ইয়র্কশায়ারের ব্যাটসম্যানদের বেদম মারের ভুক্তভোগী হয়েছিলেন নর্দাম্পটনশায়ারের এই পেসার।

আহাস/ক্রী/০০৮