
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
আরও একবার নিজেদের লড়াকু ফুটবলের প্রমাণ দিয়েছে আইসল্যান্ড । সেটাও ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে । যদিও শেষ পর্যন্ত দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখতে পারে নি তারা । প্রতিপক্ষের মাঠে কষ্টে হলেও জয় নিয়ে ফিরেছে ফরাসীরা ।
শুক্রবার আইসল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে খেলতে যায় ফ্রান্স । ম্যাচটি কোনোমতে ১-০ গোলে জিতে মুখরক্ষা করেছে লা ব্লুজরা ।
প্রথমার্ধে অনেক আক্রমণ করেও গোলের দেখা পায় নি ফ্রান্স । তাদের সব চেষ্টা গিয়ে শেষ হয় আইসল্যান্ডের জমাট রক্ষণে ।
অবশেষে দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স । সেটাও পেনাল্টি থেকে । ৬৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন বার্সেলোনার তারকা এন্থইন গ্রিজম্যান । তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি । সেই সুযোগে গোল করে দলকে স্বস্তির জয় এনে দেন অলিভার জিরুদ ।
এই নিয়ে গ্রুপ পর্বের সাথে ম্যাচে ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে ফ্রান্স । ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় অবস্থানে । আর সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে তুরস্ক ।
তুরস্ক একই দিনে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে ।
অন্যদিকে ফ্রান্সের কাছে হেরে যাওয়া আইসল্যান্ড সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে ।
আহাস/ক্রী/০০৩