Download WordPress Themes, Happy Birthday Wishes

ক্রিকেটারদের দাবী মেনে পদত্যাগের সিদ্ধান্ত

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সোমবার হটাত করেই উত্তাল বাংলাদেশের ক্রিকেট । কোন রকমের পূর্ব-ঘোষণা ছাড়াই ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা । পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে সব ধরণের ক্রিকেট বর্জন করেছেন জাতীয় ক্রিকেটাররা ।

ক্রিকেটারদের দেয়া ১১ দফা দাবীর অন্যতম ছিল , কোয়াব (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) থেকে সভাপতি আর সাধারণ সম্পাদকের পদত্যাগ । কারণ মেয়াদ পেরিয়ে যাওয়া এই কমিটির কাজে সন্তুষ্ট নন ক্রিকেটাররা ।

কোয়াবের সভাপতি পদে আছেন নাইমুর রহমান দুর্জয় । বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক মেনে নিতে রাজি বর্তমান খেলোয়াড়দের দাবী । সেই সাথে সাধারণ সম্পাদক দেবব্রত পালও রাজি হয়েছেন সরে দাঁড়াতে ।

আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) জরুরি বিসিবির বোর্ড মিটিং ডেকেছে বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন। মিটিংয়ের আগেই গুঞ্জন উঠেছে, কোয়াব বিলুপ্ত ঘোষণা করা হবে।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল আভাস দিয়েছেন , ‘ ‘আমরা কথা বলব। অলরেডি আমরা মিটিং করেছি। আমাদের দেশে অনেকেই পদ ছাড়তে চান না। আমরা সেরকম ব্যাকগ্রাউন্ডের সংগঠক না।’

আহাস/ক্রী/০০৮