Download WordPress Themes, Happy Birthday Wishes

ম্যাচ বাঁচাবার একটাই পথ দেখছেন সাকিব !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চট্টগ্রামে চলমান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনেই অনেকটা নিশ্চিত হারের মুখে বাংলাদেশ । আফগানিস্তানের ছুঁড়ে দেয়া বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ এখন পরাজয়ের শংকায় কাঁপছে । ম্যাচের যা অবস্থা তাতে পঞ্চম দিনের সকালের সেশনে ম্যাচ আফগানিস্তানের পক্ষে গেলেও বিচিত্র কিছু হবে না ।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াামে বাংলাদেশের সামনে ৩৯৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান । রবিবার দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান । এখনও বাংলাদেশ পিছিয়ে আছে ২৬২ রানে । সোমবার বাকী চার উইকেটে সারাদিন কাটিয়ে দেওয়া বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন এখন ।

এদিকে ম্যাচের অবস্থা দেখে আগাম পরাজয় যেন মেনে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান । চতুর্থ দিনের খেলা শেষে তিনি সাংবাদিকদের জানান , ‘ একমাত্র বৃষ্টি আছে আর আল্লাহর সুনজর যদি স্বয়ং আমাদের প্লেয়ারদের ওপর না পড়ে তাহলে আমরা হারের খুব কাছাকাছি।’

সাকিব বলেন , ‘ আমরা উইকেট যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়ত পাইনি। তার মানে এই নয় যে এভাবে ভেঙে পড়বো। আমাদের কোয়ালিটি শো করার সুযোগ ছিলো। সেখানে আমরা খুব ভালোভাবে ফেল করেছি’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাব অধিনায়ক সাকিব বলেন, ‘সামর্থ সবার ভিতরেই আছে। এখানে যত খেলোয়াড়ই খেলছে, সাদমান বাদে। এমন নয় যে কেউ বড় ইনিংস খেলেনি, বা দল জেতানোর পিছনে তাদের বড় ভুমিকা নেই। সবাই যেহেতু পারে, তার মানে তাদের সমর্থ আছে। একটা হচ্ছে যে ট্যালেন্ট আছে, ওটা মাঠে দেখাতে পারা। আবার একটা হলো ট্যালেন্ট আছে কিন্তু ওটা দেখাতে না পারা। এটা একটা মার্জিন, যা আপনাকে অনেক বড় প্লেয়ার এবং ছোট প্লেয়ারে মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।’

সাকিব আরও জানান , সাকিব বলেন, জেতার জন্য আমাদের দুইটা অপশন হাতে আছে। যার একটি আমাদের মধ্যে একজনের দেড়শ এবং অন্যজনকে ১০০-১২০ করতে হবে। তাতে জেতা সম্ভব। আর না হয় উপরে বৃষ্টি তো আছেই। সেটাও আমাদের জিতিয়ে দিতে পারে। ‘

সাকিব অবশ্য কথাটি মজার ছলেই বলেছেন । কিন্তু তার কথায় ফুটে উঠেছে নির্মম বাস্তবতা । আসলেই বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচাতে একমাত্র ভরসা প্রকৃতির আশীর্বাদ । এছাড়া অন্য কোন উপায় নেই পরাজয় থেকে বাঁচার ।

আহাস/ক্রী/০০৭