Download WordPress Themes, Happy Birthday Wishes

এবার অলিম্পিকে চোখ রোমানের

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রোমান সানা এখন দারুণ আলোচিত নাম । আন্তর্জাতিক ক্রীড়ায় গত কিছুদিনে বেশ কিছু অনন্য সাফল্য রোমানকে নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয় । এই মুহূর্তে তিনি হয়েছে বাংলাদেশের ক্রীড়ায় দারুণ উজ্জ্বল এক আশার প্রতীক ।

শুক্রবার বাংলাদেশের তীরন্দাজ রোমান ফিলিপাইনে জিতেছেন এশিয়ান র‌্যাঙ্কিং আর্চারিতে থেকে স্বর্ণ । যা বাংলাদেশের ইতিহাসে প্রথম । এর আগে গত জুনে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেই তিনি অনন্য এক অর্জনের অধিকারী হয়েছিলেন। ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করে নেন।

আর্চারিতে বাংলাদেশ সরাসরি অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাবে , কদিন আগেও এমনটা ভাবে নি কেউ । কিন্তু রোমান সেই স্বপ্নকে বাস্তবতা দেখিয়েছেন । এর আগে গলফার সিদ্দিকুর রহমান ২০১৬ রিও অলিম্পিকে ‘কোটা’য় খেলার সুযোগ পেয়েছিলেন। সেটিও এক অর্জন ছিল। কিন্তু সরাসরি অলিম্পিকে খেলা বাংলাদেশের কোনো ক্রীড়াবিদের জন্য অবশ্যই বিশাল ব্যাপার ।

নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন রোমান। দেশের প্রথম আর্চার হিসেবে বিশ্ব আসরে পদক জয়ের কৃতিত্ব এতাই একমাত্র । সেই সফল্য এবার অলিম্পিকের মুল আসরে ধরে রাখতে চান রোমান ।

রোমান জানান , ‘ একজন খেলোয়াড়ের বড় স্বপ্ন থাকে অলিম্পিকে পদক জেতা। আমারও সেই লক্ষ্য। কঠোর পরিশ্রম করছি। এর চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। অলিম্পিকের আগে যে কয়টা গেম আছে, সেগুলোতে অংশ নিতে পারলে অলিম্পিকে পদক জেতা সম্ভব। ‘

২৪ বছরের তরুণ জানান , ‘ ‘সোনা জেতাটা আমার জন্য খুব আনন্দ ও গর্বের বিষয়। এটা বাংলাদেশের জন্যও আনন্দের উপলক্ষ। আমরা বিশ্বপর্যায়ে পদক জিতে বাংলাদেশকে পরিচিত করতে চাই। আমি আশা করি, আমরা সাফল্যের এ ধারাটা ধরে রাখতে পারব।’

রোমানের সাফল্যের রহস্য কি? এশিয়ার আর্চারিতে স্বর্ণ জেতার পর এ প্রশ্নের জবাবও তিনি দিয়েছেন বেশ, ‘আমি সব সময় আমার শুটিং টাইমিংটা একই রাখার চেষ্টা করি। একই জিনিস বারবার করি। এভাবেই আমি ছন্দ খুঁজে পেয়েছি।’

এশিয়ান আর্চারিতে সোনার পর অলিম্পিক নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী রোমান। মূলত এ টুর্নামেন্টের মান ও এর প্রতিযোগীদের কারণেই, ‘ফাইনালের টাইমিং পদ্ধতি, স্কোরিং সবই অলিম্পিক মানের। এ ধরনের প্রতিযোগিতায় সাফল্য আমাকে টোকিও অলিম্পিকে ভালো কিছু করার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।’

এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যক্তিগত পদক পেয়েছে একটি। অলিম্পিকে এখনও কোন পদকেই মুখ দেখেনি । রোমানের কল্যাণে বাংলাদেশ সেই অভূতপূর্ব সাফল্য পায় কিনা সেটা সময়েই বলে দেবে ।

আহাস/ক্রী/০০৫