Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বকাপ ফাইনালে নিজের দেশকেই হারিয়ে দিলেন তিনি !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

অবশেষে বহুল আরাধ্য ক্রিকেটের বহুল আরাধ্য ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড । রবিবার লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারের লড়াইয়ে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড । আর প্রথমবারের মত জিতে নিয়েছে ওয়ানডে বিশ্বকাপ ।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে ফাইনালে সবচেয়ে বড় ভুমিকা রেখেছেন অল রাউন্ডার বেন স্টকস । ২৪২ রানের সহজ টার্গেটে ৮৪ রানেই চার উইকেট হারায় স্বাগতিকরা । সেই অবস্থায় জশ বাটলারের সাথে ১১০ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের দিকে । স্টকস নিজে করেন ৯৮ বলে ৮৪ রান ।

দলীয় ১৯৫ রানে বাটলারের বিদায়ের পর একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড । কিন্তু অবিচল স্টকস একপ্রান্ত আঁকড়ে রেখে দলকে সুপার ওভারে নিয়ে যান বীরের মত লড়াই করে ।

সুপার ওভারেও নিজের ঝলক দেখান স্টকস । মোট কথা ইংল্যান্ডকে ফাইনালে প্রায় এককহাতে শিরোপা জিতিয়েছেন স্টকস । হয়েছেন ম্যাচের সেরা ।

মজার ব্যাপার হল , স্টকস কিন্তু জন্মসূত্রে একজন নিউজিল্যান্ডার । তার বাবা জেরার্ড স্টোকস নিউজিল্যান্ডের নাাগরিক । ফাইনালের আগে স্টকসের বাবা জানিয়েছিলেন , ‘ স্টোকস ইংল্যান্ডের হয়ে খেললেও আমি নিউজিল্যান্ডকে সমর্থন করব।’

যদিও শেষ পর্যন্ত ছেলের কারণে ফাইনালে নিজের দেশকে হারতে দেখেছেন সিনিয়র স্টকস । অন্যদিকে নিউজিল্যান্ডে জন্ম হলেও মনে প্রাণে স্টকস একজন ইংলিশম্যান । তাইতো তার বাবা বলেছেন , ‘ স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে হলেও সে সবসময় নিজেকে গর্বিত ইংলিশম্যান হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। ‘

আহাস/ক্রী/০০২