Download WordPress Themes, Happy Birthday Wishes

সেমি ফাইনালের আগে ভারতকে দুঃসংবাদ দিলো আইসিসি

ক্রীড়ালক প্রতিবেদকঃ

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের লীগ পর্বে শীর্ষে থেকেই সেমি ফাইনালে উঠেছে ভারত । ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার আগে থাকা তিন ইন্ডিয়া সেমিতে মোকাবেলা করবে নিউজিল্যান্ডের সাথে । চলতি আসরের অন্যতম ফেভারিট ভারতকেই এবার ধরা হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় দাবীদার ।

যদিও সেমি ফাইনালের আগে ভারতকে ছোট একটা দুঃসংবাদ দিয়েছে ক্রিকেটের বিশ্ব সংস্থা ‘আইসিসি’ । সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে এক থেকে দুইয়ে নেমে গেছে বিরাট কোহলির দল । বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠেছিল ভারত । আবার সেই ইংল্যান্ডের কাছেই শীর্ষস্থান হারিয়েছে তারা ।

সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে ইংল্যান্ড আর ভারতের পরেই আছে নিউজিল্যান্ড । এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তান ।

বাংলাদেশ আছে ওয়ানডে র‍্যাংকিংয়ের সাতে । তারপরের তিনটি স্থান শ্রীলংকা , ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানের ।

লক্ষণীয় বিষয় হচ্ছে , ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা চার দলই খেলছে এবারের বিশ্বকাপের সেমি ফাইনালে ।

তবে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা। ৮৯১ পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট। মাত্র ৬ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে রোহিত শর্মা। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় পেস ব্যাটারি। ৮১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বুমরাহ।

বাংলাদেশের সাকিব আল হাসানের হয়েছে দারুণ উন্নতি । বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সাফল্যের ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়েছেন সাকিব। নিজের ক্যারিয়ার সেরা ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে র‍্যাংকিংয়ের ২২ তম অবস্থানে আছেন এই ক্রিকেটার। এছাড়া বোলিংয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন তিনি। তবে তিন ফরম্যাটের অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে এখনও নিজের শীর্ষ স্থান অটুট রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব ছাড়াও র‍্যাংকিংয়ে বড় এক লাফ দিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের ১৬ নম্বরে অবস্থান করছেন তিনি।

এদিকে বাংলাদেশিদের মধ্যে ওয়ানডে র‍্যাংকিংয়ের ব্যাটিং ও বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমান। ৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ১৯ নম্বরে আছেন মুশফিক এবং ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে ১৪ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান।

আহাস/ক্রী/০০৬