Download WordPress Themes, Happy Birthday Wishes

বড় অংকের প্রাইজ মানি নিয়েই ফিরছে বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

দারুণভাবে শুরু করেও চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শেষটা ভালো হয় নি বাংলাদশের জন্য । ভারত আর পাকিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে টাইগাররা জলাঞ্জলি দিয়েছে বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার স্বপ্ন । যা নিয়ে এখন দারুণ হতাশ টাইগার ভক্তরা ।

এদিকে চলতি বিশ্বকাপে নয় ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে বাংলাদেশ । যদিও এখনও নিশ্চিত না আসরে সপ্তম না অষ্টম স্থান পাবে মাশরাফি বাহিনী । নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে বাংলাদেশ পাবে সপ্তম স্থান । আর দক্ষিণ আফ্রিকা জিতে গেলে বাংলাদেশ পিছিয়ে যাবে আরও এক ধাপ ।

বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে তিনটি জয় । একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে । বাকী চারটি ম্যাচ হেরেছে । স্বপ্ন পূরণ না হলেও সার্বিকভাবে একেবারে খারাপ পারফর্মেন্স বলা যাবে না । এছাড়া সেমিতে উঠতে না পারলেও তিনটি জয় আর একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগির জন্য বাংলাদেশ পাচ্ছে ভালো অংকের আর্থিক পুরস্কার ।

এবারের বিশ্বকাপে বেড়েছে আর্থিক পুরস্কারের পরিমান । প্রতি ম্যাচ জেতার জন্য বিজয়ী দলকে দেয়া হচ্ছে চল্লিশ হাজার ডলার । অর্থাৎ তিন ম্যাচে জেতায় বাংলাদেশ পাচ্ছে এক লাখ বিশ হাজার ডলার । সাথে পতিত্যক্ত ম্যাচে জন্য আরও বিশ হাজার ডলার ।

এ ছাড়া গ্রুপপর্ব থেকে বাদ পড়া দলের জন্য আইসিসির বরাদ্দ ১ লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাবে ২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় দুই কোটি ২৭ লাখ টাকা।

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে চলতি বিশ্বকাপেই দেওয়া হচ্ছে বড় অঙ্কের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে চার মিলিয়ন ডলার আর রানার্স আপ দল পাবে দুই মিলিয়ন ডলার। এই টুর্নামেন্টের বাজেট ১০ মিলিয়ন ডলার।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকেও হতাশ করছে না আইসিসি। তাদের জন্য বরাদ্ধ করা হয়েছে বেশ বড় অঙ্কের টাকা। সেমিফাইনাল থেকে বাদ যাওয়া প্রত্যেক দল পাবে ৮ লাখ ডলার।

আহাস/ক্রী/০০৬