Download WordPress Themes, Happy Birthday Wishes

ফাইনালের আগে জেসন রয়ের ভাগ্যে জুটলো এমন শাস্তি !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড । যে অস্ট্রেলিয়া কখনও কোন বিশ্বকাপ সেমিতে হারে নি , সেই অস্ট্রেলিয়া এবার পাত্তাই পায় নি ইংল্যান্ডের কাছে । পাঁচবারের চ্যাম্পিয়নদের রীতিমত উড়িয়ে দিয়ে ১৯৯২ সালের পর প্রথম ফাইনালে উঠেছে ইংল্যান্ড ।

বৃহস্পতিবার এজবাস্টনে অনুষ্ঠিত সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়েছে ইংল্যান্ড । এমন একটি জয়ের দিনে উল্লাসের সাথে ইংরেজদের খানিকটা মন খারাপ হতে পারে জেসন রয়ের শাস্তিতে । আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় শাস্তি পেতে হয়েছে ইংলিশ এই ওপেনারকে ।

বার্মিংহ্যামে অস্ট্রেলিয়ার ২২৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন জেসন রয় । হাফ সেঞ্চুরির পর দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে । কিন্তু ৬৫ বলে ৮৫ রান করার পর আম্পায়ারের ভুলে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে ।

প্যাট কামিন্সের বলে উইকেটকিপার অ্যালেক্স কেরির জোড়ালো আবেদনে সাড়া দিয়ে রয়কে আউট দিয়ে মাঠ ছাড়া করেন কুমার ধর্মসেনা । অথচ বলটি তার ব্যাটে লাগে নি । উল্টো ওয়াইড ছিল । যা পরে রিভিউতে দেখা গেছে ।

স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হয়েছে রয়ের । প্যাভিলিয়নের দিকে ফেরার সময়ে বারবার মাঠে থেমে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করেন তিনি । যা আবার মেনে নেয় নি আইসিসি ।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের এমন আচরণ আইসিসির দৃষ্টিতে নীতি বহির্ভূত হওয়ায় রয়ের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা, একইসঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। ভবিষ্যতে এমন আচরণ আবার করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি । তবে আপাতত ফাইনালে খেলা নিয়ে কোন সমস্যা নেই তার ।

আগামী রোববার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

আহাস/ক্রী/০০৫