Download WordPress Themes, Happy Birthday Wishes

এবার ইনজুরিতে মুশফিক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

শুক্রবার (৫ জুলাই) চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান । বিশ্বকাপে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য এসেছে একটি বড় দুঃসংবাদ । বৃহস্পতিবার দলের সাথে অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম ।

জানা গেছে , লর্ডসের পাশে প্র্যাকটিস কমপ্লেক্স নেটে ব্যাটিংয়ের সময় ডান কনুইতে বল লাগে মুশফিকের । স্থানীয় এক নেট বোলার তার বিপক্ষে বল করছিলেন।ডান কনুইতে আঘাত লাগার সাথে সাথে অনুশীলন মাঠ ছাড়েন মুশি ।

আঘাতের পর মুশফিকের ‘বরফ চিকিৎসা’চলছে । তবে আঘাত কতটুকু গুরুতর সেটা জানা যায় নি । পাকিস্তানের বিপক্ষে তার খেলা না খেলা নিয়েও কোন বক্তব্য আসে নি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ।

ইতোমধ্যেই বিশ্বকাপের সেমি ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ । অন্যদিকে পাকিস্তানের সামনে আছে বাংলাদেশকে হারিয়ে সেমিতে খেলার খুবই ক্ষীণ সম্ভাবনা ।

আহাস/ক্রী/০০৬